সোমবার থেকে পাটের বস্তা ব্যবহার বাধ্যতামূলক

সোমবার থেকে পাটের বস্তা ব্যবহার বাধ্যতামূলক
নিউজ ডেস্কঃ সোমবার থেকে বন্ধ হচ্ছে ধান চালসহ ৬টি পণ্যের মোড়কে প্লাস্টিকের ব্যবহার। এসব পণ্যের মোড়কে বাধ্যতামূলকভাবে ব্যবহার করতে হবে পাটের ব্যাগ। ব্যবসায়ীরা বলছেন, পাটের বস্তার সরবরাহ কম থাকায় এ বিধান এখনই পুরোপুরি কার্যকর করা সম্ভব হবে না। অন্যদিকে এক্ষেত্রে কোন ছাড় না দেয়ার কথা জানিয়েছে পাট ও বস্ত্র অধিদফতর। কৃষি অধিদফতরের হিসেবে এ বছর পাটের উৎপাদন হয়েছে ৭৫ লক্ষ বেল। উৎপাদিত এ কাঁচা পাটের মধ্যে অভ্যন্তরীণ চাহিদা প্রায় ৫৫ লক্ষ বেল। এর বাহিরে পণ্যের মোড়কে পাটের বস্তা ব্যবহার আইন বাস্তবায়ন করতে ৭০ কোটি পাটের ব্যাগ প্রয়োজন। যার জন্য দরকার প্রায় ২০ থেকে ২২ লক্ষ বেল কাঁচা পাট। সবমিলিয়ে দেশে কাঁচাপাটের চাহিদা দাঁড়াবে উৎপাদনের কাছাকাছি। রাজধানীর চালের আড়ৎগুলোতে এরই মধ্যে পাটের বস্তায় চাল আসতে শুরু করেছে। তবে সরবরাহে ঘাটতি রয়েছে, দাবি ব্যবসায়ীদের। সোমবার থেকে আগামী ৭দিন তিন ধাপে মাঠে থাকবে ভ্রাম্যমাণ আদালত। আইন বাস্তবায়নে পুরোদমে কাজ চলছে সরকারি ২৬টি এবং বেসরকরারি ৪১টি পাট কলে।

Post a Comment

Previous Post Next Post