ডেকোরেটার্স মালিক সমিতির শপথ গ্রহন সম্পন্ন

ডেকোরেটার্স মালিক সমিতির শপথ গ্রহন সম্পন্ন
স্টাফ রিপোটারঃ কুলাউড়া উপজেলা ডেকোরেটার্স মালিক সমিতির নব-নির্বাচিত কার্যকরী কমিটির শপথ গ্রহন গত রোববার কুলাউড়া শহরস্থ মান্নান কমপ্লেক্সে অনুষ্টিত হয়। নির্বাচন পরিচালনা পরিষদের আহ্বায়ক কুলাউড়া ব্যবসায়ী কল্যান সমিতির সাবেক সম্পাদক মইনুল ইসলাম শামীম এর সভাপতিত্বে ও নব-নির্বাচিত সাংগঠনিক সম্পাদক ইলিয়াছ মিয়ার পরিচালনায় শপথ অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র কামাল আহমদ জুনেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদ, কুলাউড়া থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী ও সম্পাদক খালেদ পারভেজ বখশ, নির্বাচন পরিচালনা পরিষদের সদস্য সচিব কুলাউড়া ব্যবসায়ী কল্যান সমিতির সাবেক কোষাধ্যক্ষ মাওঃ আব্দুল ওয়াহিদ, নোটারী পাবলিক এডঃ এটিএম মান্নান, কুলাউড়া ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি বদরুজ্জামান সজল। স্বাগত বক্তব্য রাখেন নব-নির্বাচিত সভাপতি মোঃ নুরুল ইসলাম। অনুষ্টানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমিতিরি নব-নির্বাচিত সম্পাদক আব্দুর রহিম, সহ-সভাপতি আব্দুল কাইয়ুম ও নজরুল ইসলাম, সহ-সম্পাদক আব্দুল খালেক, কোষাধ্যক্ষ সাজু আহমদ, প্রচার ও প্রকাশনা সুন্দর আলী, তথ্য ও দপ্তর সম্পাদক সোনাবর আলী, ক্রীড়া ও সাংস্কৃতিক আব্দুল বাছিত, ১নং ওয়ার্ড সম্পাদক আছকর আলী, সদস্য সেলিম মিয়া ও সন্তোষ দেব, ২নং ওয়ার্ড সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সদস্য আমজদ মিয়া ও মাসুক মিয়া, ৩নং ওয়ার্ড সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরী হাসান, সদস্য রাতুল চন্দ্র দেব ও সুফিয়ান মিয়া, ৪নং ওয়ার্ড সম্পাদক খোরশিদ মিয়া, সদস্য তাহির মিয়া ও হান্নান মিয়া। পরে নব-নির্বাচিতদের শপথবাক্য পাঠ করান নির্বাচন পরিচালনা পরিষদের আহ্বায়ক মইনুল ইসলাম শামীম।

Post a Comment

Previous Post Next Post