‘রুশ বিমানটি মাঝ আকাশেই ভেঙে পড়েছিল’

‘রুশ বিমানটি মাঝ আকাশেই ভেঙে পড়েছিল’
অনলাইন ডেস্কঃ মিশরের সিনাইয়ে বিধ্বস্ত রুশ বিমানটি মাঝ আকাশেই ভেঙ্গে পড়েছিল। একজন তদন্ত কর্মকর্তা রবিবার এ কথা জানান। বিমানটিতে ২২৪ আরোহী ছিল। খবর এনটিভির। খবরে বলা হয়, নিহতদের অধিকাংশের লাশ রাশিয়ায় ফেরত পাঠানো হয়েছে। তবে কি কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। শনিবারের বিমান বিধ্বস্তের মূল কারণ উদঘাটনের জন্য ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল আল সিসি। রাশিয়ার ইন্টারস্টেট এভিয়েশন কমিটির তদন্ত কর্মকর্তা ভিক্টর সরোশেঙ্কো বলেন, বিমানটির ধ্বংসাবশেষ বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে ছিটিয়ে পড়ায় মনে হচ্ছে এটি মাঝ আকাশেই ভেঙ্গে পড়েছে। তবে তিনি আরও বলেন, দুর্ঘটনার কারণ সম্পর্কে চূড়ান্ত কিছু বলার সময় এখনো আসেনি।রাশিয়ান বার্তা সংস্থা রিয়া-নভোস্তি তার উদ্ধৃতি দিয়ে এ কথা জানায় এনডিটিভি। বিমানটি লোহিত সাগর তীরবর্তী অবকাশ কেন্দ্র শার্ম-আল শেখ থেকে সেইন্ট পিটার্সবার্গে যাওয়ার পথে শনিবার সিনাই বদ্বীপ এলাকায় বিধ্বস্ত হয়। তদন্তকারীরা বিমানটির ব্লাকবক্স উদ্ধার করেছে। মিসরের কর্মকর্তারা জানান, এর পরীক্ষা-নিরীক্ষার কাজ চলছে। উদ্ধারকারী দল এ পর্যন্ত ১৬৮টি লাশ উদ্ধার করেছে। এর মধ্যে ৮ কিলোমিটার দূর থেকে ৩ বছর বয়সী একটি কন্যা শিশুর লাশও উদ্ধার করা হয়। বিমান বিধ্বস্তের ঘটনায় রবিবার রাশিয়ায় ১ দিনের জাতীয় শোক পালন করা হয়। কারণ, বিমান আরোহীর অধিকাংশই ছিল রাশিয়ান। কায়রো বলছে, ২২৪ আরোহীর মধ্যে ২১৪ রাশিয়ান এবং ৩ জন ইউক্রেনের। বাকি ৭ জন ছিল ক্রু। এদিকে আইএস জঙ্গি সংগঠনের মিশরীয় শাখা বিমানটি ভূপাতিত করার দাবি করলেও মিশর ও মস্কো উভয় দেশই তা প্রত্যাখ্যান করেছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা দুর্ঘটনার অন্যান্য কারণ খতিয়ে দেখছে। তারা বলছে, মানবিক অথবা কারিগরি ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে। প্রসঙ্গত, রবিবার ১৬২ জনের মরদেহ রাশিয়ার সেন্ট পিটার্সবাগে উড়ে গেছে একটি রুশ বিমান।

Post a Comment

Previous Post Next Post