স্টাফ রিপোটারঃ কুলাউড়া উপজেলা বাস,মিনিবাস,কোচ ও মাইক্রোবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন শনিবার শান্তিপুর্নভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে আব্দুস সহিদ মাখন ৫৯৪ ভোট ও সম্পাদক পদে পুনরায় রাজু আলী রাজু ৫৬৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অপরদিকে সভাপতি পদে অপর দু’প্রতিদ্বন্দির মধ্যে সাবেক সভাপতি হাবিবুর রহমান রহমান হাবিব ১৭৪ ও বর্তমান সভাপতি দুদু মিয়া ১৪৫ ভোট এবং সম্পাদক পদে আজিজুর রহমান রোকন (১৭৩),বাবুল মিয়া (১২৬) ও ময়না মিয়া (২৬) ভোট পেয়ে পরাজিত হয়েছেন। এছাড়া কমিটির অন্যান্য পদের মধ্যে সহ-সভাপতি মুহিবুর রহমান ময়ূব ৪৯৬ ভোট,সহসম্পাদক কয়ছর মিয়া ৫৯৭ ভোট,সাংগঠনিক সোমেল আহমদ তমই (৫৮৫),কোষাধ্যক্ষ এনামুল হক শিমুল (৩৯৮),দপ্তর কয়ছর আহমদ (৪৩৪),প্রচার (দেলোয়ার হোসেন দেলু (৫৬০),এবং ৩ সদস্য পদে সফিক মিয়া (৪৫৬),আব্দুর রহিম রাজু (৪৩৯) ও) সোহেল আহমদ (৪১৬) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। কুলাউড়া শহরস্থ শাহজালাল আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ ভোট কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্টিত নির্বাচনে ১১পদে ২৬জন প্রার্থী প্রতিদ্বন্দিতা ও ১১১৪ ভোটারের মধ্যে ৯৯২ জন ভোটার অংশ গ্রহন করেন। নির্বাচন শেষে প্রিসাইডিং অফিসার উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাহিদুর রহমান ফলাফল ঘোষনা করেন।
