কিছু টেলিভিশন চ্যানেলের ওপর প্রধানমন্ত্রী ক্ষোভ

কিছু টেলিভিশন চ্যানেলের ওপর প্রধানমন্ত্রী ক্ষোভ
নিউজ ডেস্কঃ সাকা-মুজাহিদের ফাঁসি কার্যকরের পর কিছু মিডিয়ার সংবাদ প্রকাশ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেছেন, ‘কিছু বেসরকারি টেলিভিশন চ্যানেল দুই যুদ্ধাপরাধীর পরিবারের কান্নার ছবি দেখিয়েছে। এর মধ্যদিয়ে তাদের প্রতি সহানুভূতি দেখানো হয়েছে। কিন্তু একাত্তর সালে তারা কী করেছে তা দেখায়নি।’ সাকা-মুজাহিদের ফাঁসির বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘মিডিয়ায় জোড়া ফাঁসির কথা বলা হয়েছে। কিন্তু এর আগেও অনেকের একসঙ্গে ফাঁসি হয়েছে, যেগুলো মিডিয়াতে বলা হয়নি।’ গত শনিবার একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে একই সময় এক মঞ্চে ফাঁসির দড়িতে ঝোলানো হয়। এ খবর ফলাও করে প্রচার করে গণমাধ্যমগুলো।

Post a Comment

Previous Post Next Post