জাতীয় দলে ফেরার স্বপ্ন, অভিষেকেই হইচই ফেলা ক্রিকেটার রাজুর

জাতীয় দলে ফেরার স্বপ্ন, অভিষেকেই হইচই ফেলা ক্রিকেটার রাজুর
স্পোর্টস ডেস্কঃ তিন ফরম্যাটের ক্রিকেটে বাংলাদেশ জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন পেসার আবুল হাসান রাজু। সবচেয়ে বেশি হইচই ফেলেছিলেন অভিষেক টেস্টে ১০ম ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি করে। যদিও ছয়টা ওয়ানডে ম্যাচ খেলে এখনো উইকেটের দেখা পাননি তিনি। তবে ইনজুরির কারণে বছর খানেক হয়েছে লাল-সবুজের জার্সি আর গায়ে চাপানো হয়নি তরুন এই ডানহাতিস পেস অলরাউন্ডারের। চোট কাটিয়ে বিপিএলের তৃতীয় আসর দিয়ে আবারো আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার স্বপ্ন দেখছেন রাজু। রোববার বিপিএলের দ্বিতীয় ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ঢাকা ডাইনামাইটসের হয়ে ২৯ রান খরচায় ৩টি উইকেট নিয়ে ম্যাচসেরাও হয়েছেন আবুল হাসান রাজু। তার এমন আগুনঝরা বোলিংয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৬ উইকেটের ব্যাবধানে হারিয়েছে কুমার সাঙ্গাকারার ঢাকা ডাইনামাইটস। ম্যাচ শেষে আবুল হাসান রাজু বলেন, ‘বছর খানেক ধরে আমি ইনজুরির কারণে মাঠের বাইরে ছিলাম। পরে বিপিএলে ইনজুরি কাটিয়ে আবারো জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখছি। কে চায় যে জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব হাতছাড়া করতে!’ আবুল হাসান রাজুর ঢাকা ডাইনামাইটস দলটাও এবার অনেক ব্যালান্সড। দেশি ও বিদেশিদের সম্বনয়ে ভালো একটি দল গড়েছে ঢাকা। আগের দুই আসরের মতো এবারও বিপিএলের চ্যাম্পিয়ন হিসেবে ঢাকাকে দেখতে চায় দলটির স্থানীয় ক্রিকেটাররা। ঢাকা দলে আইকন ক্রিকেটার নাসির হোসেন থাকা সত্ত্বেও এই দলটির নেতৃত্বের দায়িত্ব কুমার সাঙ্গাকারার কাঁধে ন্যাস্ত। তবুও ১১০ রান তাড়া করতে নেমে হারের মুখে পড়ে গিয়েছিল ঢাকা। পরের ম্যাচগুলোতে আর বাজে পরিস্থিতি সৃষ্টি হবে না বলে মনে করছেন আবুল হাসান রাজু। ম্যাচের প্রথম ওভারেই কুমিল্লার ওপেনার ইমরুল কায়েসকে ফেরান আবুল হাসান। দ্বিতীয় ওভারে আউট করেন শুভাগত হোমকে। শেষ স্পেলে এসে ফেরান বিপজ্জনক হতে থাকা মাশরাফি বিন মর্তুজাকে। ২৯ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন রাজু। এ প্রসঙ্গে ঢাকার এই ডানহাতি পেসার বলেন, ‘আমার মনে হয়, ওদেরকে অল্প রানে বেধে ফেলাটা ছিল আমাদের খুব ভালো পারফরম্যান্স। আমি নিজেও আজ ভালো বোলিং করেছি। ভালো করেছে অন্যরাও। তবে তৃতীয় বিপিএলের শুরুতেই ভালো বোলিং করার হয়তো পুরস্কার পেলেও পেতে পারি। আর যদি এভাবে ভালো বোলিং করতে পারি তাহলে আগামীতে বাংলাদেশ জাতীয় দলে খেলার সুযোগও পেয়ে যেতে পরি।’

Post a Comment

Previous Post Next Post