স্পোর্টস ডেস্ক: আইসিসি (ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল)-এর চেয়ারম্যান পদ থেকে নানা আলোচিত সমালোচিত শ্রীনিবাসন অপসারিত হয়েছেন। আর নতুন চেয়ারম্যান হয়েছেন আরেক ভারতীয় শশাঙ্ক মনোহর। সোমবার অনুষ্ঠিত ভারতীয় ক্রিকেট বোর্ডের সাধারণ সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এতে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসিতে শ্রীনি যুগের অবসান নিশ্চিত হয়। শশাঙ্ক আগামী জুন পর্যন্ত সংস্থাটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। এর আগে ২০০৮ সালে তিনি বিসিসিআই (ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড) সভাপতি হয়েছিলেন। উল্লেখ্য, ২০১৩ সালে আইপিএল চলাকালে জুয়াকাণ্ডে জামাতা গুরুনাথ মাইয়্যাপান জড়িত থাকার বিষয়টি প্রকাশের পর বিসিসিআইর সভাপতির পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হন শ্রী নিবাসন।
