আইপিএলে দল কিনবেন ধোনি!

আইপিএলে দল কিনবেন ধোনি!
স্পোর্টস ডেস্কঃ স্পট ফিক্সিংয়ের অভিযোগে এবছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে চেন্নাই এবং রাজস্থান রয়্যালসের মতো বড় দল দুটি ছিটকে পড়েছে। ফলে নতুন কোনো দলের সঙ্গে যুক্ত হওয়ার আগে এবার দল কেনার পরিকল্পনা করছেন ভারতের ওয়ানডে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। নিজের আগ্রহের কথা ইতোমধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কাছে জানিয়েও দিয়েছেন তিনি। এর আগে ২০১৩ সালের আইপিএলে স্পট ফিক্সিং কেলেঙ্কারির জেরে ভারতের এই ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতায় নিষিদ্ধ হয়েছে ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস। একই কারণে নিষিদ্ধ হয়েছে রাজস্থান রয়্যালসও। আর এই দুটির জায়গায় নতুন ফ্র্যাঞ্চাইজি আহ্বান করেছে বিসিসিআই। আইপিএলে একটি দল কিনতে ‘বেজ প্রাইজ’ ধরা হয় ৪০ কোটি রুপি। ধোনি বিসিসিআইকে জানিয়েছেন, এই ‘বেজ প্রাইজ’ পরিশোধ করে একটি দল কেনার আর্থিক সামর্থ তার আছে। এ ব্যাপারে বিসিসিআইয়ের মুখপাত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, আইপিএলে দল কিনতে ধোনিকে সমর্থন দিচ্ছে মিত্তাল গ্রুপসহ রাঁচিভিত্তিক বেশ কয়েকটি শিল্প প্রতিষ্ঠান। এছাড়া ভারতের বিখ্যাত ইলেকট্রনিক পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ভিডিওকন ও জেএসডাব্লিউ স্টিলের মতো করপোরেট হাউসের সঙ্গেও ধোনির ভালো সম্পর্ক আছে। ফলে তাদেরও পাশে পাবেন ধোনি। এদিকে আইপিএলে দল কিনতে চেয়েছেন ভারতের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ফুটবল লিগ আইএসএলে অ্যাটলেটিকো ডি কলকাতা দলের মালিক সঞ্জীব গোয়েনকা। কলকাতাভিত্তিক আরপিজি সঞ্জীব-গোয়েনকা গ্রুপের কর্ণধার এই শিল্পপতি আহমেদাবাদ, ইন্দোর কিংবা কানপুরের ফ্র্যাঞ্চা​ইজি কিনতে আগ্রহী। আইএসএলে সঞ্জীব গোয়েনকার অ্যাটলেটিকো-প্রকল্পের সঙ্গী সৌরভ গাঙ্গুলি।

Post a Comment

Previous Post Next Post