অনলাইন ডেস্কঃ এ পৃথিবী তিনি বেশি দিন বাঁচবেন না। এ কথা জেনে তিনি কোনও জীবিত নারীকে বিয়ে করলেন না। বিয়ে করলেন এক পুতুলকে। তিনি হলেন একজন ২৮ বছর বয়সী চীনের রাজধানী বেইজিংয়ের এক পুরুষ। নিজে মরণ রোগ ক্যানসারে ভুগছেন। তাই কোনও নারীকে বিয়ে করে পৃথিবীতে একা রেখে যেতে চান না ওই পুরুষ। এ কারণে বিয়ের শখ মেটালেন পুতুলকে বিয়ে করে। পুতুলটি রাবার দিয়ে তৈরি। যা কখনই ভেঙে যাবে না বা নষ্ট হবে না। জীবন্ত মেয়ের মতোই দেখতে পুতুলটিকে। তাকে কনের মতো সাজিয়ে বিয়ে করলেন বেইজিং ওই পুরুষ। বিবাহ সম্পন্ন হওয়ার পর তার সঙ্গে ফটোও তুললেন তিনি। নিজের বউয়ের মতোই আচরণ করলেন পুতুলের সঙ্গে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর রীতিমত সংবেদনশীল হয়ে ওঠে গোটা চীনে।
