শ্রীমঙ্গলে তরুণের লাশ উদ্ধার

শ্রীমঙ্গলে তরুণের লাশ উদ্ধার
এম শাহবান রশীদ চৌধুরী: শ্রীমঙ্গলে ইন্টারনেট সার্ভার লি: এর অফিস থেকে এক কিশোরের লাশ উদ্ধার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। মঙ্গলবার(১০নভেম্বর)সকাল ১১ টার দিকে ঐ অফিসের দরজা ভেঙ্গে ঐ কিশোরের লাশ উদ্ধার করা হয়। মো: জুয়েল মিয়া (২০) নামের ঐ তরুণের শ্রীমঙ্গল শহরের কোর্ট রোড আবাসিক এলাকার মো: মুজিবুর রহমানের ছেলে। শ্রীমঙ্গল থানার উপ-পুলিশ পরিদর্শক মাহবুবুর রহমান জানান, মো: জুয়েল মিয়া (২০) বিটিএস কমিউনিকেশনের একজন কেয়ারটেকার ছিল। সে রাতে অফিসেই থাকতো। মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠতে দেরি দেখে তার অন্যান্য সহপাঠিরা তাকে ঘুম ভাঙ্গাতে তাকে অনেক ডাকাডাকি করার পরও দরজা না খুলায় দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে তাকে মৃত্যু দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) কে এম নজরুল ইসলাম, উপ-পুলিশ পরিদর্শক মাহবুবুর রহমান ও উপ-পুলিশ পরিদর্শক মধূসুদন রায় ঘটনাস্থলে পৌছে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠান। শ্রীমঙ্গল থানার উপ-পুলিশ পরিদর্শক মাহবুবুর রহমান বলেন, তাৎক্ষনিকভাবে ধারনা করছি স্ট্রোক করে ছেলেটির মৃত্যু হয়েছে। এ ব্যাপারে শ্রীমঙ্গল থানায় অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

Post a Comment

Previous Post Next Post