রাজিব কৈরীঃ লোহাউনি চা বাগানের কলা টিলা এলাকায় একটি কলা গাছে তিন টি কলারছড়ি দেখতে পাওয়া যায়। এই খবর ছড়িয়ে পড়লে গতকাল থেকে অনেক মানুষ তা দেখার জন্য ভিড় জমাতে শুরু করে, প্রথমে শুনে বিশ্বাস না হলেও সরেজমিনে গিয়ে দেখতে পাওয়া যায় অবাক করার মতো সত্যি সত্যি একটি লম্বি কলার গাছে তিনটি কলার ছড়ি, এলাকার লোকজনদের বিশ্বাস এটি ঈশ্বরের দান তাই তারা নিজ উদ্যোগে তা সংরক্ষিত করেছেন এবং অনেকেই সেখানে পূজা অর্চনা করছেন।



