স্টাফ রিপোটারঃ চ্যানেল আই এর সেরা নাচিয়ে বাঁচাই পর্বে ইয়েস কার্ড পেয়ে অডিশনে স্থান পেয়েছে কুলাউড়া নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী সুমাইয়া আক্তার চৌধুরী প্রীতি। সিলেটের শিল্পকলা একাডেমিতে ২০ অক্টোবর বাঁচাই পর্বে ইয়েস কার্ড পেয়ে অডিশনে স্থান পাওয়ায় প্রীতিসহ অন্যান্যদের হাতে চ্যানেল আই এর সেরা নাচিয়ে ইয়েস কার্ড তুলে দেন আয়োজক বিভাগের প্রশিক্ষক সোহেল আহমদ, বেবী ও অনুষ্ঠানের উপস্থাপিকা চ্যানেল আই এর সেরা নাচিয়ে অনুষ্ঠানে সম্প্রতি ২য় স্থান অধিকারিনী মীম। সিলেট বিভাগে মোট ১৭ জন প্রতিযোগী অডিশনে যোগদানের ইয়েস কার্ড পেয়েছে। মৌলভীবাজার জেলার মধ্যে একমাত্র ইয়েস কার্ডধারী কুলাউড়া পৌর এলাকার আলালপুর আবাসিক এলাকার অধিবাসী কুলাউড়া পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর শামীম আহমদ চৌধুরী ও ফাহমিদা আক্তার চৌধুরী এঁর ৩য় কন্যা প্রীতি। সে অডিশনে ভাল ফলাফলের জন্য সকলের দোয়া প্রার্থী।
