স্পোর্টস ডেস্কঃ নিরাপত্তাজনিত কারণে এবার প্রোটিয়া নারী ক্রিকেট দলও বাংলাদেশ সফরে আসছে না। আগামী ১৫ অক্টোবর বাংলাদেশ সফরে আসার কথা ছিল দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দলের। কিন্তু অস্ট্রেলিয়ার পর প্রোটিয়ারাও তাদের নারী ক্রিকেট দলের বাংলাদেশ সফর বাতিল ঘোষণা করেছে। এর আগে নিরাপত্তা অজুহাত দেখিয়ে অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল বাংলাদেশ সফর স্থগিত করেছে। সফরে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাথে ১টি ৩দিনের ম্যাচসহ ২টি টেস্ট খেলার কথা ছিল স্মিথদের। কিন্তু নিরাপত্তার অজুহাতে সফরে আসেনি অজিরা।
