নিউজ ডেস্কঃ সোমবার সন্ধ্যা ৭ ঘটিকায় কুলাউড়ার স্থানীয় একটি রেস্টুরেন্টে কুলাউড়ার সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল "প্রিয় কুলাউড়া"র পক্ষ থেকে ঈদ আড্ডা ও কৃতি শিক্ষার্থী আবু বকর কে ডিগ্রি পরিক্ষায় ১ম বিভাগ অর্জন করায় সংবর্ধনা প্রদান করা হয়। প্রিয় কুলাউড়ার সম্পাদক একেএম জাবের এর সভাপতিত্বে এবং মোহাইমিনুল ইসলাম মাহিনের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন কুলাউড়ার জনপ্রিয় সংগঠক ও প্রিয় কুলাউড়ার অন্যতম শুভাকাঙ্ক্ষী শহীদুল ইসলাম তনয়, কামরাঙার সম্পাদক কামরুল হাসান, সব্যসাচীর সম্পাদক ও প্রকাশক নুরুল ইসলাম ইমন, দৈনিক মানবজমিন পত্রিকার কুলাউড়া প্রতিনিধি আলাউদ্দিন কবির, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, সিপিএর সাধারণ সম্পাদক রফি আহমদ তানিম, প্রিয় কুলাউড়ার সহ সম্পাদক নাজমুল বারী সোহেল, সবুজ সিলেটের কুলাউড়া প্রতিনিধি তারেক হাসান, প্রিয় কুলাউড়ার সহ সম্পাদক মাহফুজ শাকিল, প্রিয় কুলাউড়া পরিবারের সদস্য আজিজুল ইসলাম উজ্জ্বল, খায়রুল কবির জাফর, আবু রুম্মান চৌধুরী, আশিকুল ইসলাম বাবু, শাহবান রশীদ চৌঃ অনি, ফারদিন চৌধুরী, তানজিল হাসান খান, জুয়েল আহমদ, মোঃ আলী শুভ এবং আবু বকর।



