সাহিত্যে নোবেল পেলেন সভেৎলানা আলেক্সিয়েভিচ

সাহিত্যে নোবেল পেলেন সভেৎলানা আলেক্সিয়েভিচ
অনলাইন ডেস্কঃ এ বছর সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন বেলারুশের সাহিত্যিক স্‌ভেৎলানা আলেক্সিয়েভিচ। বর্তমান সময়ের বিষাদ এবং আশাবাদ বহুমাত্রিক স্বরে তার লেখায় প্রকাশ পায় বলে এক বিবৃতিতে জানায় নোবেল কমিটি। ১৯৪৮ সালে ৩১ মে ইউক্রেনে জন্মগ্রহণ করেন পেশায় সাংবাদিক এই সাহিত্যিক। বর্তমানে বেলারুশের রাজধানী মিনস্কে বসবাস করছেন তিনি। এর আগে ২০১৩ সালে আলেক্সিয়েভিচ জার্মানীর ফ্রাঙ্কফুর্ট বই মেলায় দেয়া শান্তি পুরস্কার অর্জন করেন তিনি। এবার সাহিত্যে নোবেলের জন্য প্রায় ২শ' জনকে মনোনয়ন দেয়া হয়েছিল।

Post a Comment

Previous Post Next Post