কুলাউড়া পৌরসভা নির্বাচন; রেকর্ড সংখ্যক কাউন্সিলর প্রার্থী

কুলাউড়া পৌরসভা নির্বাচন; রেকর্ড সংখ্যক কাউন্সিলর প্রার্থী
কুলাউড়া পৌরসভা নির্বাচন; রেকর্ড সংখ্যক কাউন্সিলর প্রার্থী
স্টাফ রিপোর্টারঃ সিলেট বিভাগের স্বনামধন্য পৌরসভা কুলাউড়া পৌরসভায় এবার রেকর্ড সংখ্যক কাউন্সিলর প্রার্থী দৌড়ঝাপ শুরু করেছেন। সবকিছু ঠিকঠাক থাকলে ডিসেম্বর এর হালনাগাদ নির্বাচন সামনে রেখে প্রাথীরা তাদের হিসাব মিলাচ্ছেন। তাছাড়া প্রার্থী দের সংখ্যা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। এইসব প্রার্থীরা সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়াজ্ঞনে ও জোর দিচ্ছেন। সচেতন ভোটাররাও তাদের আশাহত করছেননা। তারা বলছেন সময় হলে জবাব দিবেন। এসব ওয়ার্ড এ সম্বাব্য প্রার্থীর খোজখবর নিয়ে ধারাবাহিক রিপোরটে প্রথম কিস্তি ছাপা হলো।
১নং ওয়ার্ডঃ কুলাউড়া পৌরসভা ১নং ওয়ার্ড এর বর্তমান কাউন্সিলর যুবলীগ নেতা ফয়জুর রহমান ফুল শক্তিমান প্রতিধন্ধি হিসেবে রয়েছেন এই ওয়ার্ড এর দুইবারের সাবেক কাউন্সিলর আওয়ামী সমর্থক ইউনুস মিয়া। পাশাপাশি প্রতিযোগিতায় রয়েছেন আওয়ামী সমর্থক হিসেবে পরিচিত লোকমান আহম্মদ। তারা জনগনের সুখ দুখের অংশীদার হওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন। এই ওয়ার্ড এ আরো শক্তিশালী প্রার্থী হচ্ছেন বিএনপি সমর্থক ফয়জুর রহমান গোলাপ, ব্যবসায়ী নেতা জামাল আহম্মদ ও ক্রিকেটার রবিউল আওয়াল মিন্টু এলাকায় সামাজিক কমকান্ডে সম্পৃক্ত হচ্ছেন।

২নং ওয়ার্ডঃ এই ওয়ার্ড এর জনপ্রিয় কাউন্সিলর যুবদল নেতা কায়সার আরিফকে প্রতিদ্ধন্তীতায় রেখে হিসাব কষছেন আওয়ামী সমর্থক জাকির হোসেন, যুবনেতা আশরাফউদ্দিন সাবু, তরুন সমাজকর্মী রেজাউল করিম বিপ্লব। আওয়ামী সমর্থক দুলাল মিয়া ও মুজিবুর রহমান এলাকায় জন সংযোগ করছেন।

৩নং ওয়ার্ডঃ অত্র ওয়ার্ড-এ বর্তমান কাউন্সিলর মঞ্জুর আলম চৌঃ খোকন একজন ত্যাগী প্রতিনিধি হিসেবে কাজ করে যাচ্ছেন।তাছাড়া উনার হ্যট্রিক করার সুযোগ রয়েছে। তারপর ও তাকে নতুন করে হিসেব কসতে হচ্ছে। কেননা এই ওয়ার্ডএ প্রতিদন্ধিতা করছেন বিগত নির্বাচনে প্রার্থী আরেক সমাজসেবক সাজিদ আলী সেন্টু, ইয়াকুব তাজুল মহিলা কলেজের প্রতিস্টাতা মরহুম তাজুল সাহেবের সর্বকনিষ্ঠ পুত্র আজিজুর রহমান খোকন। আরো সম্বাব্য তালিকায় রয়েছেন রবি মল্লিক।

৪নং ওয়ার্ডঃ পৌরসভার প্রতিস্টালগ্ন থেকে সফল ভাবে কাউন্সিলর এর দায়িত্ব পালন করেছিলেন নজির আহমদ অপু। কিন্তু উনার অকাল মৃত্যর পর উপ নিরবাচনে জয়ী হয়ে দায়িত্ব পালন করছেন তরুন সমাজকর্মী এস.টি স্যাটেলাইট এর ডাইরেক্টর তানভীর আহমেদ শাওন। আলোচনায় রয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদল এর সাবেক সভাপতি বিগত নির্বাচন এর শক্তিশালী প্রাথী আজমল আলী শামীম ও জাসদ ছাত্রলীগ এর সাবেক নেতা জোতির্ময় দেব রিপন।

৫নং ওয়ার্ডঃ শহরকেন্দ্রিক ৫ নং ওয়ার্ড এর বর্তমান কাউন্সিলর যুবনেতা সামছুর রহমান সামছু। প্রতিযোগীতায় রয়েছেন সাবেক দুই কাউন্সিলর আওয়ামী সমর্থক মাহবুবুল আলম মাক্কু ও রফিকুল ইসলাম টিপু। প্রতিযোগিতায় রয়েছেন বিএনপি সমর্থক মুরাদ আহম্মদ ও উনার সহোদর তপু আহম্মদ। তাছাড়া শক্তিশালী প্রার্থী রয়েছেন সাংস্কৃতিক ব্যক্তিত ব্যাবসায়ী নেতা নাজমুল বারী সুহেল ও ব্যবসায়ী নেতা বদরুল ইসলাম।

৬নং ওয়ার্ডঃ কুলাউড়া জয়পাশা গ্রামের অন্তরভুক্ত ৬নং ওয়ার্ড এর বর্তমান কাউন্সিলর জহিরুল ইসলাম খছরু। তুমুল প্রতিদন্ধিতায় রয়েছেন বিএনপি সমর্থক সাবেক কাউন্সিলর রাসেল আহম্মদ চৌঃ। তাছাড়া এই এলাকায় তরুন প্রার্থীদের মধ্যে প্রতিযোগিতায় রয়েছেন শ্রমিক নেতা রাজু আলী রাজুম, ক্রীড়া ব্যক্তিত লাভলু আহম্মদ ও আফজাল মিয়া।

৭নং ওয়ার্ডঃ এই ওয়ার্ড এর বর্তমান কাউন্সিলর বিএনপি নেতা শামীম আহম্মদ চৌঃ শক্তিশালী অবস্তানে রয়েছেন সাবেক কাউন্সিলর আব্দুল মতলিব খোকন। প্রতিযোগিতায় রয়েছেন বিএনপি সমর্থক ও ব্যবসায়ী নেতা আলমাছ পারভেজ, সাবেক ছাত্রদল নে তা এম.অহিদ বক্স মান্না, আতিকুর রহমান আখই, সেচ্ছাসেবক লীগ নেতা মোস্তাক আহম্মদ ও বিএনপি সমর্থক বারীক মিয়া ধীরে সুস্থে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

৮নং ওয়ার্ডঃ সুশৃংখল ওয়ার্ড হিসেবে পরিচিত ৮নং ওয়ার্ড এ পৌরসভার জন্মলগ্ন থেকেই কাউন্সিলর ইকবাল আহম্মদ শামীম তিনি আওয়ামী লীগ সমর্থক। এলাকাজুড়ে তার ব্যাপক জনপ্রিয়তা। তারপর ও তিনি কোনঠাসা হয়ে পড়ছেন। কেননা এই ওয়ার্ডএ সম্ভাব্য তালিকায় রয়েছেন কারী হান্নান, বিএনপি সমর্থক সেলিম খান, সেচ্ছাসেবক দল নেতা সুরমান আহম্মদ আওয়ামী সমর্থক রোমান আহম্মদ।

৯নং ওয়ার্ডঃ পৌরসভা প্রতিস্টালগ্ন থেকেই এই ওয়ার্ড এর কাউন্সিলর বিএনপি নেতা ও বরতমান প্যনেল মেয়র জয়নাল আবেদিন বাচ্চু।সম্বাব্য তালিকায় রয়েছেন আরেক বিএনপি নেতা মুহিবুর রহমান মলাই ও ইশ্রাব আলি।

Post a Comment

Previous Post Next Post