আজব প্রাণী থাইল্যান্ডে !

থাইল্যান্ডের এক অজ পাড়া গায়ে এমন এক প্রাণীর সন্ধান পাওয়া গেছে যার মাথা দেখতে কুমিরের মত দেহ মহিষের মত। এ ধরনের প্রাণী জীব জগতে সচরাচর দেখা যায় না।  যে গ্রামে এই প্রাণী দেখা গেছে তার নাম ওয়াংহিন। প্রাণীটির দেহ আঁইশ আছে, কুমিরের মত চামড়া। আবার গরু মহিষের মত খুড় ও লেজ আছে।  থাইল্যান্ডে গ্রামবাসী প্রাণীটিকে সৌভাগ্যের প্রতীক বলে মনে করছে। আজব প্রকৃতির এই প্রাণীকে মৃত অবস্থায় পাওয়া গেছে।
অনলাইন ডেস্কঃ থাইল্যান্ডের এক অজ পাড়া গায়ে এমন এক প্রাণীর সন্ধান পাওয়া গেছে যার মাথা দেখতে কুমিরের মত দেহ মহিষের মত। এ ধরনের প্রাণী জীব জগতে সচরাচর দেখা যায় না। যে গ্রামে এই প্রাণী দেখা গেছে তার নাম ওয়াংহিন। প্রাণীটির দেহ আঁইশ আছে, কুমিরের মত চামড়া। আবার গরু মহিষের মত খুড় ও লেজ আছে। থাইল্যান্ডে গ্রামবাসী প্রাণীটিকে সৌভাগ্যের প্রতীক বলে মনে করছে। আজব প্রকৃতির এই প্রাণীকে মৃত অবস্থায় পাওয়া গেছে।

Post a Comment

Previous Post Next Post