অনলাইন ডেস্কঃ থাইল্যান্ডের এক অজ পাড়া গায়ে এমন এক প্রাণীর সন্ধান পাওয়া গেছে যার মাথা দেখতে কুমিরের মত দেহ মহিষের মত। এ ধরনের প্রাণী জীব জগতে সচরাচর দেখা যায় না। যে গ্রামে এই প্রাণী দেখা গেছে তার নাম ওয়াংহিন। প্রাণীটির দেহ আঁইশ আছে, কুমিরের মত চামড়া। আবার গরু মহিষের মত খুড় ও লেজ আছে। থাইল্যান্ডে গ্রামবাসী প্রাণীটিকে সৌভাগ্যের প্রতীক বলে মনে করছে। আজব প্রকৃতির এই প্রাণীকে মৃত অবস্থায় পাওয়া গেছে।
