অভিনেতা পীযূষসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা

অভিনেতা পীযূষসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা
নিউজ ডেস্কঃ অভিনেতা পীযূষ বন্দ্যোপাধ্যায়সহ ৪ জনের বিরুদ্ধে বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট করপোরেশনের (বিএফডিসি) আধুনিকায়নের নামে প্রায় সাড়ে ৩ কোটি টাকার দুর্নীতির অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় দুদকের উপ-পরিচালক (অনুসন্ধানকারী কর্মকর্তা) হামিদুল হাসান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলা নং ৯। অভিনেতা পীযূষ বিএফডিসি’র ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে থাকাকালে এ দুর্নীতি হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে। পীযূষ ছাড়া অপর যে ৩ জনকে আসামি করা হয়েছে তারা হলেন- যন্ত্রপাতি সরবরাহকারী প্রতিষ্ঠান মালয়েশিয়ার ‘মেসার্স নভেলকো (এম)র’ কর্মকর্তা জন নোয়েল, যন্ত্রপাতি সরবরাহকারী স্থানীয় প্রতিনিধি খন্দকার শহীদুল এবং প্রকল্পের ক্রয়কারী প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম। মামলায় তাদের বিরুদ্ধে পরস্পরের যোগসাজশে এফডিসি তথা সরকারের ৩ কোটি ৪৬ লক্ষ ৫৮ হাজার ৫২০ টাকা সরকারের আর্থিক ক্ষতি সাধন করার অভিযোগ আনা হয়েছে। মামলায় বলা হয়েছে, অভিযুক্তরা অসৎ উদ্দেশ্যে পরস্পরের যোগসাজশে নিজেদের স্বার্থসিদ্ধির জন্য সরকারের অর্থ আত্মসাৎ করে নিজেরা লাভবান হয়েছেন। এজাহারে বলা হয়েছে, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা পরস্পরের যোগসাজশে অসৎ উদ্দেশ্যে ব্যক্তিস্বার্থে পাবলিক প্রসিকিউরমেন্ট আইন ২০০৬ এর ৬৪(১), ৬৪(২) ও ৬৪(৩) এবং পাবলিক প্রকিউরমেন্ট আইন-২০০৬ এর ২৭ ও ৩৮ ধারা লঙ্ঘন করেছেন। এর ফলে বিএফডিসি তথা সরকারের ৩ কোটি ৪৬ লক্ষ ৫৮ হাজার ৫২০ টাকার ক্ষতি সাধিত হয়েছে। যা দণ্ডবিধির ৪০৯/১০৯ এবং ১৯৪৭ সনের ২নং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় দণ্ডনীয় অপরাধ।

Post a Comment

Previous Post Next Post