শিগগিরই আসবে টিম অস্ট্রেলিয়া, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপও বাংলাদেশে

টিম অস্ট্রেলিয়া
ক্রীড়া প্রতিবেদক: নিরাপত্তার অজুহাতে স্থগিত টিম অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শিগগিরই বাংলাদেশে আসবে স্টিভেন স্মিথের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া। একইসঙ্গে আগামী বছর জানুয়ারিতে যথাসময়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপও বাংলাদেশেই অনুষ্ঠিত হবে। দুবাইতে অনুষ্ঠিত আইসিসির বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রোববার সাংবাদিকদের জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন। নিজাম উদ্দিন জানান, দুবাইতে অনুষ্ঠিত আইসিসির বোর্ড সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু তাই নয়, শিগগিরই অস্ট্রেলিয়া ক্রিকেট দল বাংলাদেশে আসবে বলে আইসিসির বোর্ড সভা থেকে জানানো হয়েছে। এদিকে, বিডিক্রিকেটটিম ডটকম সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে তাদের অফিসিয়াল পেইজে লিখেছে, শীঘ্রই দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া, বাংলাদেশ থেকে সরানো হবে না অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ! আইসিসির সভায় সিদ্ধান্ত। দুবাইতে ৯ অক্টোবর থেকে শুরু হয়েছে আইসিসির পাঁচ দিনব্যাপী সভা। প্রথমদিন প্রধান নির্বাহীদের সভা শেষে শনিবার হয়েছে এফটিপি ও গভর্নেন্স কমিটির সভা। সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিচালনা পর্ষদের সভাটি হবে সোমবার ও পরশু মঙ্গলবার। জঙ্গি হামলার আশঙ্কায় অস্ট্রেলিয়া ক্রিকেট দল বাংলাদেশ সফর বাতিল করে। দক্ষিণ আফ্রিকাও সিদ্ধান্ত নেয় বাংলাদেশে তাদের নারী ক্রিকেট দল না পাঠানোর।  ক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের জন্য বাংলাদেশে রেড অ্যালার্ট জারির পর এক ধরনের আতঙ্ক পেয়ে বসে বিদেশিদের মধ্যে। তাদের বক্তব্য- বাংলাদেশ নিরাপদ নয়। তারওপর দুজন বিদেশি হত্যাকাণ্ডে বেনামি আইএসের উপস্থিতির খবর শঙ্কা ছড়িয়ে দেয়। এ পরিস্থিতিতে আগামী বছর জানুয়ারিতে বাংলাদেশে হতে যাওয়া আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ নিয়েই প্রশ্ন ওঠে। এরই মধ্যে ভারতের মুম্বাই মিরর রিপোর্ট করে, আইসিসির নীতি-নির্ধারকরা বাংলাদেশ থেকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ অন্যত্র সরিয়ে নেয়ার প্রস্তাব করছে। একই সঙ্গে সম্ভাব্য বিকল্প ভেন্যু হিসেবে ভারত, শ্রীলঙ্কা কিংবা সংযুক্ত আরব আমিরাতের কথাও তাদের ভাবনায় আছে বলে খবর দিয়েছে। তবে, এসব জ্বল্পনা-কল্পনার অবসান হয়েছে অবশেষে। বাংলাদেশেই থাকছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব এবং যথা সময়েই যুবাদের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে।

Post a Comment

Previous Post Next Post