জাবিতে ভর্তি : আসন প্রতি লড়বে ১১৩ জন শিক্ষার্থী

জাবিতে ভর্তি : আসন প্রতি লড়বে ১১৩ জন শিক্ষার্থী
নিউজ ডেস্কঃ দেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণিতে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৫ অক্টোবর শুরু হয়ে ৫ নভেম্বর পর্যন্ত চলব। দেশের একমাত্র এ আবাসিক বিশ্ববিদ্যালয়ে আসন্ন এ ভর্তিযুদ্ধে প্রতি আসনের জন্য লড়বে গড়ে প্রায় ১১৩ জন পরীক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মোহাম্মদ আলী রোববার এ তথ্য জানান। এর আগে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে আসনপ্রতি প্রায় ১০০ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন। ডেপুটি রেজিস্ট্রার জানান, নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি পরীক্ষায় অংশ নিতে মোবাইল ফোনে আবেদন করেছেন প্রায় দুই লাখ ২৬ হাজার ৪১২ জন শিক্ষার্থী। এর বিপরীতে আসন রয়েছে প্রায় দুই হাজার। তবে ইউনিটভিত্তিক আসনপ্রতি ভর্তীচ্ছু শিক্ষার্থীর সংখ্যায় তারতম্য হতে পারে। কোন ইউনিটে কত শিক্ষার্থী আবেদন করেছেন সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.juniv.edu) এ পাওয়া যাবে। গত ৮ অক্টোবর থেকেই এবারের ভর্তি পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে।

Post a Comment

Previous Post Next Post