প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৬ অক্টোবর

প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৬ অক্টোবর
নিউজ ডেস্কঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শিক্ষার জন্য সৃষ্ট “সহকারী শিক্ষক নিয়োগ ২০১৪”র লিখিত পরীক্ষা ১৬ অক্টোবর শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা ২০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে। এ পরীক্ষা দেশের ২২ জেলায় একযোগে অনুষ্ঠিত হবে। মোট পরীক্ষার্থীর সংখ্যা তিন লাখ ৪৩ হাজার ২৫৭ এবং কেন্দ্রের সংখ্যা ৪৪৭টি। জেলাগুলো হলো চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, কুষ্টিয়া, ঝিনাইদহ, সাতক্ষীরা, খুলনা, জামালপুর, নেত্রকোনা, নরসিংদী, ফরিদপুর, গোপালগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, পটুয়াখালী, সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, ঠাকুরগাঁও, নীলফামারী ও লালমনিরহাট। ২ অক্টোবর থেকে প্রার্থীদের মোবাইলে এসএমএস বার্তা প্র্রেরণ করা হবে এবং আগামী ৩ অক্টোবর থেকে প্রার্থীরা স্ব-স্ব প্রবেশপত্র ডাউনলোড করে সংগ্রহ করতে পারবে। উল্লিখিত জেলার প্রার্থীরা অনলাইনের মাধ্যমে http://dpe.teletalk.com.bd ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে। ওএমআর শিট পূরণের নির্দেশনাবলী এবং পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্য www.dpe.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। অন্যান্য জেলাসমূহের পরীক্ষা পর্যায়ক্রমে পরবর্তী সময়ে অনুষ্ঠিত হবে এবং তারিখ, সময় ও যাবতীয় তথ্য পরবর্তী জানিয়ে দেয়া হবে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

Post a Comment

Previous Post Next Post