এম শাহবান রশীদ চৌধুরী: কুলাউড়া উপজেলার প্রাথমিক শিক্ষক কর্তৃক পরিচালিত উপজেলার প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের সাংস্কৃতিক ও জাতীয় সাংস্কৃতিক বিকাশের লক্ষে গঠিত আনন্দ লোক শিল্পি গোষ্ঠির কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রে বৃহস্পতিবার(১অক্টেবর) কার্যক্রমের উদ্বোধন করেন এমপি আব্দুল মতিন। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শরিফ উল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি আব্দুল মতিন আনন্দ লোক শিল্পি গোষ্ঠির কার্যক্রমের মাধ্যমে এলাকায় কোমলমতি শিশুদের মধ্যে সাংস্কৃতিক বিকাশে তার সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হাসান, উপজেলা স্বা¯’্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মহি উদ্দিন,কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, উপজেলা ইউ.আর.সির ইন্সট্রাক্টর আতিকুর রহমান, রাবেয়া আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস ছালাম, দৈনিক মানবকণ্ঠ প্রতিনিধি সেলিম আহমেদ প্রমুখ।
