এম শাহবান রশীদ চৌধুরী : কুলাউড়া উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্দোগে বৃহস্পতিবার(১অক্টোবর) জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। কুলাউড়া রাবেয়া আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে কৃমি নাশক বড়ি খাইয়ে কর্মসূচির উদ্বোধন করেন এমপি আব্দুল মতিন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মহি উদ্দিন, কুলাউড়া প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শরিফ উল ইসলাম, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ আব্দুর রফিক, রাবেয়া আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস ছালাম, দৈনিক মানবকণ্ঠ প্রতিনিধি সেলিম আহমেদ প্রমুখ। উল্লেখ্য, ১অক্টোবর থেকে ৭অক্টোবর পর্যন্ত এ কর্মসূচীতে কুলাউড়া উপজেলার ৪৮৭টি শিক্ষা প্রতিষ্ঠানে ৫থেকে ১২ বছর বয়সী ৬৫হাজার শিশুকে এ কৃমি নাশক বড়ি খাওয়ানো হবে বলে স্বাস্থ্য বিভাগসুত্রে জানা গেছে।
