কুলাউড়ায় দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুলাউড়ায় দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
কুলাউড়ায় দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
নিউজ ডেস্কঃ কুলাউড়া উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের সাথে এক মতবিনিময় সভা শুক্রবার ০২ অক্টোবর উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা চেয়ারম্যান আ.স.ম কামরুল ইসলামের সভাপতিত্বে এবং ইউএনও মোহাম্মদ নাজমুল হাসানের পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. শাহ কামাল। মতবিনিময় সভায় বক্তব্য দেন জাতীয় সংসদ সদস্য মো. আব্দুল মতিন, উপজেলা ভাইস চেয়ারম্যান নেহার বেগম, ভুকশিমইল ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রেনু, উপজেলা প্রকৌশলী আবুল হোসেন, কুলাউড়া প্রেসক্লাবের সভাপতি আজিজুল ইসলাম, প্রবাসী জাকির হোসেন প্রমুখ। সভায় প্রধান অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. শাহ কামাল বলেন, বাংলাদেশের মধ্যে সিলেট সবচেয়ে বেশি ভুমিকম্প ঝুঁকিপূর্ণ এলাকা। ভুমিকম্প রোধে টেকসই করে স্থাপনা নির্মাণ করতে হবে। যতই উন্নয়ন হোক না কেন আর তা যদি টেকসই না হয় তাহলে ভুমিকম্প হলে কিছুই টিকবে না। মানুষকে সচেতন করতে হবে। আমরা যদি সচেতন থাকি তাহলে ভুমিকম্পের ভয়াবহতা থেকে অনেকাংশে রক্ষা পেতে পারি।
কুলাউড়ায় দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
কুলাউড়ায় দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

Post a Comment

Previous Post Next Post