নিউজ ডেস্কঃ বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া উপজেলা ইউনিটের আয়োজনে গত ১ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় সাপ্তাহিক কুলাউড়ার সংলাপ পত্রিকা কার্যালয়ে ঈদ আনন্দ আড্ডা অনুষ্টিত হয়েছে। সাংবাদিক সমিতি কুলাউড়া উপজেলা ইউনিটের সভাপতি প্রভাষক মানজুরুল হকের সভাপতিত্বে ও তথ্য ও প্রযুক্তি সম্পাদক সাইদুল হাসান সিপনের পরিচালনায় বক্তব্য রাখেন সাপ্তাহিক কুলাউড়ার সংলাপ পত্রিকার সম্পাদক ও প্রকাশক প্রভাষক সিপার উদ্দিন আহমদ, সাংবাদিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক,সাপ্তাহিক সীমান্তের ডাকের ভারপ্রাপ্ত সম্পাদক সঞ্জয় দেবনাথ, সহ-সভাপতি বিশ্বজিৎ দাস, সাধরণ সম্পাদক নাজমুল ইসলাম,সহ-সাধারণ সম্পাদক শরীফ আহমেদ,প্রচার ও প্রকাশনা সম্পাদক চয়ন জামান,নির্বাহী সদস্য মোক্তাদির হোসেন,সহ-ক্রীড়া ও সাস্কৃতিক সম্পাদক জিয়াউল হক জিয়া। ঈদ আনন্দ আড্ডায় উপস্থিত ছিলেন কামরাঙ্গার সম্পাদক কামরুল হাসান,সাংবাদিক সমিতির কোষাধ্যক্ষ শাহ আলম শামীম,নির্বাহী সদস্য শহীদুল ইসলাম তনয়,শেখ রুহেল,সুমন আহমদ,নোমান আহমদ,সদস্য নাজমুল বারী সোহেল, সংলাপ পত্রিকার সমন্ময়কারী এম এ মুক্তাদির, ময়নুল ইসলাম সোহগ,মইনুল ইসলাম সবুজ, প্রিয় কুলাউড়ার সম্পাদক একেএম জাবের, নতুন দিন মৌলভীবাজা জেলা প্রতিনিধি মোঃ আবু হানিফ,সংলাপ পত্রিকার স্টাফ রিপোর্টার সাব্বির হোসেন চৌধুরী,কুলাউড়ার সংবাদ সম্পাদক জাফর আহমদ দিনার, সংলাপ পত্রিকার সমন্ময়কারী আল নাহিয়ান,সংলাপ পত্রিকার পৃথিমপাশা প্রতিনিধি এম এ কাইয়ুম, সংলাপ পত্রিকার শহর প্রতিনিধি ইউসুফ আহমদ ইমন, মো. আমিনুল ইসলাম দিদার, সংলাপ পত্রিকার শহর সংবাদদাতা মো.মোফাজ্জল হোসেন লিটন, আব্দুস সায়িদ মোহন, মো. জাহেদ আহমদ প্রমুখ।
