 |
| ইন্দোনেশিয়ায় আবারো বিমান নিখোঁজ |
অনলাইন ডেস্কঃ ইন্দোনেশিয়ায় শুক্রবার একটি যাত্রীবাহী একটি বিমান নিখোঁজ হয়েছে। বিমানটিতে ১০ জন যাত্রী ছিলেন। সুলাওয়েসি দ্বীপের ওপর দিয়ে বিমানটি উড়ে যাওয়ার সময় এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এবছরের আগস্টে ৫৪ আরোহী নিয়ে ইন্দোনেশিয়ায় আরেকটি বিমান নিখোঁজ হয়েছিল। বিমানটি খুজে পেতে তৎপরতা শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ। মাসাম্বা এয়ারপোর্ট থেকে স্থানীয় সময় ২টা ২৯ মিনিটে এভিয়াস্টার টুইন ওটার ডিএইচসি-৬ এয়ারক্রাফট যাত্রা করার কিছুক্ষণ পরই এর সঙ্গে এয়ার ট্রাফিক কনট্রোলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিমানটি তিন জন ক্রু ও সাত যাত্রী নিয়ে প্রাদেশিক রাজধানী মাকাসার যাচ্ছিল। যাত্রীদের মধ্যে দুটি শিশুও ছিল। সূত্র: বিবিসি