চাকরি জাতীয়করণের দাবিতে বিসিএইচসিপিএর মানববন্ধন (ভিডিও)

চাকরি জাতীয়করণের দাবিতে বিসিএইচসিপিএর মানববন্ধন
নিউজ ডেস্কঃ চাকরি জাতীয়করণ ও ট্রাস্ট আইনের ২২ এর ঘ ধারা বাতিলের দাবিতে সিলেটে বাংলাদেশ কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার অ্যাসোসিয়েশন-বিসিএইচসিপিএ মানববন্ধন করেছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার সকালে সিলেট কেন্দ্রীয় শহীদমিনারে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা থেকে সংগঠনের নেতাকর্মীরা যোগ দেন। কর্মসূচি চলাকালে বক্তারা বলেন, সরকার থেকে আশ্বাস দেয়ার পরও তাদের চাকরি জাতীয়করণ হয়নি। অথচ ইতোমধ্যে সরকারি চাকরির ক্ষেত্রে অনেকের আবেদনের বয়সসীমা পার হয়ে গেছে। তাই তাদের চাকরি জাতীয়করণ না হলে দেশে বেকারত্বের বোঝা আরো ভারী হয়ে উঠবে। তারা আশংকা প্রকাশ করেন, তাদের চাকরি ট্রাস্টে ন্যস্ত করা হলে বঙ্গবন্ধুর স্বপ্নের এবং
প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতে গড়া গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবার প্রাণকেন্দ্র ও বিশ্ব স্বাস্থ্যসেবার অুনসরণীয় আদর্শ কমিউনিটি ক্লিনিকগুলো ধ্বংস হয়ে যাবে।
ভিডিও দেখতে লিঙ্কে ক্লিক করুনঃ https://youtu.be/nm5QlDhZtjw

Post a Comment

Previous Post Next Post