অনলাইন ডেস্কঃ পূব জেরুজালেমের লায়ন গেইট এলাকায় ইসরায়েলি পুলিশের গুলিতে এক ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছে। এক পুলিশ অফিসারকে ছুরিকাঘাত করার চেষ্টা করলে ইসরায়েলি পুলিশ তাকে গুলি করে হত্যা করে। জানিয়েছেন ইসরায়েলি পুলিশের একজন মুখপাত্র। খবর আল জাজিরার। ইসরায়েলি পুলিশের দাবিকে নাকচ করে দিয়ে প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত ব্যক্তির হাতে কোন ছুরি ছিল না। ফিলিস্তিনের ম্যান নিউজ এজেন্সির বরাত দিয়ে আল জাজিরা জানায়, অপর এক প্রত্যক্ষদর্শী জানিয়েছে, নিহত ফিলিস্তিনি কাউকে ছুরিকাঘাত করার চেষ্টা করেননি। গুলি করার সময় তিনি ঘটনাস্থল দিয়ে হাঁটছিলেন। ইসরায়েলি পুলিশের গুলিতে ফিলিস্তিনি নাগরিক নিহত হওয়ার সর্বশেষ ঘটনা এটি। ইসরাইলি পুলিশের মুখপাত্র লুবনা সামরি বলেন, সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা একজনকে পকেট থেকে হাত বের করতে নির্দেশ দেয় পুলিশ। এর পরই একজন পুলিশ সদস্যকে ছুরিকাঘাতের চেষ্টা করেন তিনি। কিন্তু ওই পুলিশ প্রতিরক্ষামূলক ইউনিফর্ম পরা ছিলেন তাই তিনি আহত হননি। ইসরায়েলি পুলিশ জানায়, ওই ফিলিস্তিনি যে ইসরায়েলি পুলিশকে আক্রমণের চেষ্টা করেছিল তার প্রমাণস্বরূপ একটি ভিডিও প্রকাশ করবে তারা। প্রসঙ্গত, রবিবার গাজা ভূখণ্ডের উত্তরাঞ্চলে ইসরাইলের বিমান হামলায় শিশু কন্যাসহ এক ফিলিস্তিনি অন্তঃসত্ত্বা নারী নিহত হয়েছিলেন।
