পৌরসভা নির্বাচন কুলাউড়া; আওয়ামীলীগ চাংগা- নিশ্চুপ বি.এন.পি

পৌরসভা নির্বাচন কুলাউড়া; আওয়ামীলীগ চাংগা- নিশ্চুপ বি.এন.পি
স্টাফ রিপোর্টারঃ জমে উঠতে শুরু করেছে কুলাউড়া পৌরসভা নির্বাচন। ইতিমধ্যে আনুষ্ঠানিক ভাবে ঘোষনা দিয়ে মেয়র প্রার্থীরা প্রতিটি ওয়ার্ড চষে বেড়াচ্ছেন তাছাড়া বাড়তি আমেজ হিসেবে যোগ হয়েছে শারদীয় দুর্গাপূজা। সচেতন ভোটাররা এই ফাকে তাদের সুখ দুখের কথা সরাসরি বলতে পারছেন। মেয়র প্রাথীরা নিরাশ ও করছেন না তাদের। বিশেষ করে পৌরসভার বর্তমান রাস্তাঘাট ও যানজট প্রকট আকারে দাঁড়িয়েছে। সে যাই হোক নির্বাচন নিয়ে বেশ আমোদ ফুর্তিতে রয়েছে সরকারী দল আওয়ামী লীগ। যদিও দল থেকে কাউকে এখনো গ্রীনসিগনাল দেওয়া হয়নি অথবা স্পষ্ট নয়। রাজনীতি মহল মনে করছে এই সুযোগে দলের কমীরা তাদের পছন্দের মেয়র কে নিয়ে শোডাউন করছে। সে ফাকে পুনর্জ্জিবীত হচ্ছে শহর আওয়ামীলীগ ও তার কর্মীরা। ইতিমধ্যে দল থেকে যাদের নাম ও মিনি বিলবোর্ড দেখা যাচ্ছে তারা হলেন কুলাউড়া উপজেলা আওয়ামীলীগ এর যুগ্ম সম্পাদক এ.কে.এম শফি আহম্মদ সলমান, আওয়ামীলীগ নেতা গতবারের প্রার্থী মোঃ ইউনুছ মিয়া, উপজেলা ছাত্রলীগ এর সাবেক সভাপতি সিপার উদ্দিন আহমেদ, সম্ভাব্য তালিকায় রয়েছেন গত নির্বাচন এর প্রার্থী কেন্দ্রীয় কৃষগ লীগের সদস্য শফিউল আলম শফি প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তবে মহাজোট এর শরিক দলের কাউকে মাঠে এই মুহুর্তে তেমন একটা দেখা যাচ্ছে না।  আরেক বৃহৎ রাজনীতিক দল জাতীয়তাবাদী দল বি.এন.পির নেতা কর্মীদের কুলাউড়া পৌরসভা নির্বাচন নিয়ে তেমন একটা মাঠে দেখা যাচ্ছে না, দলের নিবেদিত কর্মীরা অনেক নিশ্চুপতা পালন করছেন। এ যেন দেখভাল'র কেউ নেই! অথচ বিগত নির্বাচন গুলোতে একাধিক প্রার্থী ছিল দলটির। এ নিয়ে কথা হয় নাম প্রকাশে অনিচ্ছুক শহর বিএনপির এক নেতার। কারন হিসেবে তিনি বলেন সরকারের দেয়া মামলাগুলো নিয়ে দলের শীর্ষ নেতারা অতীস্ট। আপাত দৃস্টিতে তারা বিশেষ কারো নাম না বললে ও দল যাকে মনোয়ন দিবে তারা তার জন্য কাজ করবেন। অনেকটা ডিফেন্সিং ভাবে রাজনীতি করছেন তারা। তবে বর্তমান মেয়র বি.এন.পি নেতা কামাল উদ্দিন আহম্মদ জুনেদ কে সাপোট করছেন তারা।  (চলবে... )

Post a Comment

Previous Post Next Post