মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার টাউন সিনিয়র ফাজিল মাদ্রাসায় শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে ঐ মাদ্রাসার ১০/১২ জনের সংঘবদ্ধ দল। হামলায় ২ জন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটে আজ দুপুর ১২টায় মাদ্রাসা গেইটের সামনে। স্থানীয় সূত্রে জানা যায়, হামলায় আহত ২ শিক্ষার্থী ঐ মাদ্রাসার ফাজিল ২য় বর্ষের ছাত্র শাহনুর আহমদ ও ফয়েজ আহমদ। আহত ফয়েজের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল হাসপাতালে স্থানান্তর করেছে। ঘটনার কারণ জানতে আহত শাহনুর আহমদরে সাথে ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, ক্লাস শেষে মাদ্রাসা গেইটের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ করে কোনো কারণ ছাড়াই এই মাদ্রাসারই ছাত্র আফসার ও মামুনের নেতৃত্বে ১০/১২জন ছাত্রের সংঘবদ্ধ চক্র আমাদের দুজনের উপর জিআর পাইপ, দা, হকিস্টিক দিয়ে হামলা চালায়। হামলাকারীরা আমাদের মোটরসাইকেল ভাংচুর করে এবং সাথে থাকা ৪টি মোবাইল সেট ও নগদ ৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ বিষয়ে আফসারের সাথে মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও পাওয়া যায় নি। মাদ্রাসা প্রিন্সিপাল আব্দুল কাইয়ুম সিদ্দিকীর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, শুনেছি মাদ্রসার বাইরে ছাত্ররা মারামারি করেছে। বিষয়টি আমরা দেখছি। এ বিষয়ে জানতে মৌলভীবাজার মডেল থানার ওসি আব্দুস ছালেকের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মাদ্রাসায় ছাত্রদের মধ্যে হাতাহাতি হয়েছে। খবর পেয়ে পুলিশ পাঠিয়েছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে আছে।
