স্টাফ রিপোর্টারঃ ইউনাইটেড রয়েল্স ক্লাবের বোর্ড চেয়ারম্যান মো. আজাদ আহমদের অর্থায়নে ও ক্লাবের সহযোগীতায় কুলাউড়া সদর ইউনিয়নের বড়কাপন গ্রামের হতদরিদ্র মো. কুটি মিয়াকে একটি ঘর আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ক্লাবের উপদেষ্ঠা আসম কামরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী মাও. ফজলুল হক খান শাহেদ, বিশিষ্ট সমাজসেবক আবু সুফিয়ান প্রিন্স, ইউনাইটেড রয়েল্স ক্লাবের বোর্ড চেয়ারম্যান মো. আজাদ আহমদ, সভাপতি আলাউদ্দিন কবির, সি: সহ-সভাপতি মাহফুজ শাকিল, সাধারণ সম্পাদক মোশাররফ, এইচ ডি রুবেল, মিটন চক্রবর্তী। এছাড়াও ক্লাবের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
