নিউজ ডেস্কঃ সুনামগঞ্জ সরকারি কলেজের একাদশ শ্রেণীর ছাত্রীকে প্রেম প্রস্তাব দিয়ে প্রত্যাখ্যাত হয়ে অ্যাসিড নিক্ষেপের প্রতিবাদে এবং সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্ক সিলেট জেলা শাখা। সোমবার সকাল সাড়ে ১১টায় মির্জা জাঙ্গাল বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন- নেটওয়ার্কের আহ্বায়ক ফারুক মাহমুদ চৌধুরী, সিলেট মহিলা আইনজীবী সমিতির বিভাগীয় প্রধান অ্যাডভোকেট শিরিন আক্তার, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এ কে এম সমিউল আলম, মির্জা জাঙ্গল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাহার উদ্দিন আকন্দ, মির্জা জাঙ্গল বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী প্রমি চৌধুরী। বক্তারা বলেন, সভ্য সমাজে অ্যাসিড নিক্ষেপ কখনোই কাম্য নয়। এই অ্যাসিড নিক্ষেপকারী বখাটের অতিসত্তর দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। যাতে এ ধরণের কাজ ভবিষ্যতে আর কেউ করতে সাহস না পায়। মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন- সনাক সভাপতি ও ব্লাস্ট সিলেটের সমন্বয়কারী অ্যাড. ইরফানুজ্জামান চৌধুরী, রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জলী প্রভা চৌধুরী, বাংলাদেশ মানবাধিকার কমিশন সিলেট মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক ও রোটারিয়ান মিজানুর রহমান, যুব সংগঠক ও সমাজকর্মী আলী আহ্সান হাবিব প্রমুখ।
