অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মাশরাফি

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মাশরাফি
ক্রীড়া ডেস্ক: টিম টাইগার্সের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি হয়েছেন। জাতীয় লিগের তৃতীয় রাউন্ডের ম্যাচে খেলতে পারছেন না তিনি। আজ শুক্রবার জাতীয় লিগের ম্যাচ খেলতে খুলনায় যাওয়ার কথা ছিল মাশরাফির। কিন্তু ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আগের রাতে তাকে যেতে হলো হাসপাতালে। হাসপাতালে মাশরাফির সঙ্গে থাকা ঘনিষ্ঠ বন্ধু বাবলু শুক্রবার সকালে জানান, রাত আড়াইটার দিকে মাশরাফিকে অ্যাপোলো হাসপাতালে আনা হয়েছে। এখনও প্রচণ্ড জ্বর। মাশরাফির ডেঙ্গুর খবর নিশ্চিত করে বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরি বলেন, এখনও পর্যন্ত বিস্তারিত জানি না। তবে মাশরাফিতে ডেঙ্গুতে আক্রান্ত, এটা নিশ্চিত করা হয়েছে। ওখানকার ডাক্তারের সঙ্গে কথা হয়েছে আমার।

Post a Comment

Previous Post Next Post