কিরগিজস্তানের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছে বাংলাদেশ

কিরগিজস্তানের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছে বাংলাদেশ
স্পোর্টস ডেস্কঃ ২০১৮ ফুটবল বিশ্বকাপ বাছাইয়ের ফিরতি লেগ খেলতে শুক্রবার (০৯ অক্টোবর) সকালে কিরগিজস্তানের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছে বাংলদেশ জাতীয় ফুটবল দল। ১৩ অক্টোবর কিরগিজ স্থানীয় সময় সন্ধ্যা ৭টায়, সফরকারী বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিকরা। এর আগে এই ম্যাচকে সামনে রেখে বৃহস্পতিবার ২৩ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। দলে সাতটি পরিবর্তনসহ নতুন মুখ হিসেবে জায়গা করে নিয়েছেন টিম বিজেএমসি'র ফরোয়ার্ড নাবিব নেওয়াজ জীবন। দীর্ঘ দিন পর জাতীয় দলের এই স্কোয়াডে জায়গা পেয়েছেন শাখাওয়াত রনি ও ওয়ালি ফয়সাল। এছাড়া ইনজুরি সেরে দলে ফিরেছেন গোলরক্ষক মাজহারুল ইসলাম হিমেল ও ডিফেন্ডার রেজাউল করিম। তবে একই কারণে দলে জায়গা পাননি অভিজ্ঞ স্ট্রাইকার জাহিদ হোসেন এমিলি, উইঙ্গার জাহিদ হাসান এবং সোহেল রানা। বাংলাদেশ দল: মো রাসেল আহমেদ, শহীদুল আলম, মো মাজহারুল ইসলাম, মো রায়হান হাসান, তপু বর্মন, মো নাসিরুল ইসলাম নাসির, ইয়ামিন আহমদ, হেমন্ত বিশ্বাস, জামাল ভুঁইয়া, মামুনুল ইসলাম মামুন, মোনায়েম খান, তকলিস আহমেদ, আতিকুর রহমান, আব্দুল বাতেন মজুমদার, জুয়েল রানা, শহীদুল আলম শহীদ, আমিনুর রহমান, ইমন মাহমুদ, ওয়ালি ফয়সাল, সাখাওয়াত হোসেন রনি, রেজাউল করিম ও নাবিব নেওয়াজ জীবন। প্রসঙ্গত, কিছুদিন আগে ঘরের মাটিতে বিশ্বকাপ বাছাইয়ের হোম ম্যাচে কিরগিজদের বিপক্ষে ৩-১ গোলে হেরেছিল মামুনুলরা।

Post a Comment

Previous Post Next Post