নিউজ ডেস্কঃ সাপ্তাহিক সীমান্তের ডাকের উদ্যোগে ও রাশিদ আলী ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিশিষ্ট প্রবাসী কমিউনিটি নেতা লোকমান হোসাইন আনুর অর্থায়নে একবান্ডিল ঢেউটিন প্রদান করা হয়েছে। কুলাউড়া পৌরসভার শিবির এলাকার অসহায় শেফালি মালাকারকে এই ঢেউটিন প্রদান করা হয়। ৮ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে উত্তরবাজারস্থ সীমান্তের ডাকের কার্যালয়ের সম্মুখে ঢেউটিন প্রদানকালে উপস্থিত ছিলেন উপজেলা সংরক্ষিত আসনের মহিলা সদস্য রাজিয়া সুলতানা চৌধুরী হেপী, পৌর সংরক্ষিত মহিলা কাউন্সিলর রাবেয়া বেগম, সুলতানা বেগম লাইলী, সাপ্তাহিক সীমান্তের ডাকের ভারপ্রাপ্ত সম্পাদক সঞ্জয় দেবনাথ, সাংবাদিক সমিতি কুলাউড়া ইউনিটের সহ সাধারণ সম্পাদক শরীফ আহমেদ, সীমান্তের ডাকের সিনিয়র রিপোর্টার মোক্তাদির হোসেন, সাংবাদিক সমিতির কোষাধ্যক্ষ শাহ আলম শামীম, কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সহ সম্পাদক সামছুল ইসলাম, শিক্ষার্থী মহসীন হোসাইন লাবীব, ব্যবসায়ী সোয়েব আহমদ, আতিকুর রহমান, মিন্টু কুমার দাস, অজয় শীল, আনোয়ার মিয়া, সীমান্তের ডাকের অফিস সহকারী তসিম হাসান, সীমান্তের ডাকের বরমচাল ও ভাটেরার এজেন্ট লকুছ মিয়া প্রমুখ।
