প্রাথমিক সমাপনী মডেল টেষ্ট-২০১৫ শুরু হয়েছে

প্রাথমিক সমাপনী মডেল টেষ্ট-২০১৫ শুরু হয়েছে
সংবাদদাতাঃ কুলাউড়া উপজেলায় ১০ সেপ্টেম্বর ১টা ৫০ মিনিট থেকে ৪ টা পর্যন্ত প্রাথমিক সমাপনী মডেল টেষ্ট-২০১৫ অনুষ্টিত হয়। উপজেলার ১৩ টি ইউনিয়ন ও ১ টি পৌর সভার বিভিন্ন বিদ্যালয়ের কেন্দ্রে প্রথম দিন ইংরেজী পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে প্রায় ১০ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করছে। কুলাউড়া রাবেয়া আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটিতে মেটি ১২টি স্কুল অংশ গ্রহন করে ৩৭২ জন বালক ও বালিকা । রাবেয়া আর্দশ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১৩৩ জন, জয়পাশা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৭৭ জন, শাহজালাল আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ ৩৩ জন,  লিটিল স্টার কিন্ডার
প্রাথমিক সমাপনী মডেল টেষ্ট-২০১৫ শুরু হয়েছে
গার্টেন ২৭ জন, এম আর ইন্টারন্যাশনাল একাডেমী ১০ জন, মুহিবুর রহমান সরকারী বিদ্যালয় ০৬ জন, সোনাপুর ব্র্যাক স্কুল ৩০ জন, আল হেরা ইসলামী একাডেমী ১৪ জন, আনন্দ বিদ্যাপীঠ ৮,শাহজালাল ইসলামী একাডেমী ১৫ ও সানরাইজ কিন্ডার গার্টেন ০৫ জন ।রাবেয়া রাবেয়া আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এর প্রধান শিক্ষক মোঃ আব্দুস ছালাম জানান,২১ নবেম্বর প্রাথমিক সমাপনী পরীক্ষাকে সামনে রেখে মানসম্মত শিক্ষায় আমাদের আগামী প্রজন্মকে সুশিক্ষায় গড়ে তুলতে মডেল টেষ্ট শুরু হয়েছে। সেপ্টেম্বরের ১৮ তারিখ এই পরীক্ষা শেষ হবে ।

Post a Comment

Previous Post Next Post