বিএনপির কেন্দ্রীয় নেতাদের কুলাউড়া সফর

স্টাফ রিপোর্টারঃ সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানের নেতৃত্বে বিএনপির কেন্দ্রীয় নেতারা সিলেট ও কুলাউড়া সফর করে গেলেন। সিলেটে শাহ্জালাল (র.) মাজার জিয়ারত শেষে গত ০৯ অক্টোবর শুক্রবার রাতে তাঁরা কুলাউড়ায় আসেন। এসময় সাবেক এম পি, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এম এম শাহীন তাদেরকে উষ্ণ অভ্যর্থনা জানান। পরদিন শনিবার তাঁরা কুলাউড়া এবং বড়লেখার বিভিন্ন দর্শনিয় স্থান ঘুরে দেখেন। ওইদিন সন্ধ্যায় তাঁরা ঢাকায় ফিরে যান। সফর সঙ্গীদের মধ্যে ছিলেন সাবেক এম পি কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় মহিলা দলের সম্পাদক শিরীন সুলতানা, সাবেক এমপি ও কেন্দ্রীয় বিএনপির কার্য নির্বাহী সদস্য মিসেস বিলকিস ইসলাম, ঢাকা সিটি মহিলা দলের সম্পাদক ফরিদা ইয়াসমিন, ঢাকা জেলা মহিলা দলের সম্পাদক সাবিনা ইয়াসমিন, ময়মনসিংহ জেলা মহিলা দলের সম্পাদক ফারহানা রহমান হোছনা, কুমিল্লা দক্ষিণ জেলা মহিলা দলের সম্পাদক সাবেরা বেগম হেনা প্রমূখ।

Post a Comment

Previous Post Next Post