নিউজ ডেস্কঃ কুলাউড়া ডিগ্রী কলেজের মেধাবী শিক্ষার্থী রাহেলা বেগম চলতি ডিগ্রী পরীক্ষায় বিএসএস থেকে ১ম বিভাগে উত্তীর্ণ হয়েছেন। সে কুলাউড়া সদর ইউনিয়নের করেরগ্রামের অবসরপ্রাপ্ত রেলওয়ে কর্মকর্তা মো:আব্দুল মান্নান ও রহিমা বেগম চৌধুরীর কন্যা। রাহেলা তার কৃতিত্বপূর্ণ ফলাফলের পেছনে কলেজের অধ্যক্ষ,শিক্ষক-শিক্ষিকা,মা-বাবার অবদান বেশী ছিল বলে জানায়। সে ভবিষ্যত উচ্চ শিক্ষা অর্জন করে মানুষ গড়ার কারিগর শিক্ষকতা পেশায় নিজেকে নিয়োজিত করতে চায়। উল্লেখ্য, রাহেলা, মানব ঠিকানার মফস্বল সম্পাদক নয়া দিগন্তের কুলাউড়া প্রতিনিধি ময়নুল হক পবন এর ছোট বোন।
