কুলাউড়ার ফানাই নদীতে বিষ দেয়ায় ৩ জনের জরিমানা

কুলাউড়ার ফানাই নদীতে বিষ দেয়ায় ৩ জনের জরিমানা
স্টাফ রিপোর্টারঃ কুলাউড়া উপজেলার ফানাই নদীর উজানে বিষ প্রয়োগ করে এবং সেচের সাহায্যে অবৈধভাবে মাছ নিধনের দায়ে ভ্রাম্যমান আদালত ৩ ব্যক্তিকে ২৪ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাজমুল হাসান এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার ফানাই নদীর উজানে বিষ প্রয়োগ করে এবং সেচের সাহায্যে নদী শুকিয়ে রাউৎগাও ইউনিয়নের মেম্বার আব্দুল মোক্তাদির মনুর নেতৃত্বে একটি চক্র গত কয়েকদিন থেকে লক্ষ লক্ষ টাকার মাছ নিধন করে আসছে। এ ধরনের অভিযোগ পেয়ে কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্টেট মোহাম্মদ নাজমুল হাসানের নেতৃত্বে এবং পুলিশের সহযোগিতায় ফানাই নদীতে অভিযান চালিয়ে হাতেনাতে ৩ ব্যক্তিকে আটক করেন এবং ৪টি পানির সেচের পাম্প ও কিছু মাছ জব্দ করেন। এসময় মেম্বার মনু ও তার অন্যান্য সহযোগিরা পালিয়ে যায়। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে ভ্রাম্যমান আদালত বসিয়ে আটক ভাটত্তগ্রামের মৃত আকবর আলীর পুত্র মো: কয়ছর আলী ময়ুব, আব্দুলপুর গ্রামের মৃত মো. জব্বার আলীর পুত্র মো: বাবুল মিয়া, ভাটত্তগ্রামের জহুর আলীর পুত্র মো: জমির আলীর প্রত্যেককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারায় ৮ হাজার টাকা করে ২৪ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে কুলাউড়া থানার এসআই আসলাম, ইউএনও অফিসের স্টেনো বিনয় উপস্থিত ছিলেন। কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাজমুল হাসান অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।

Post a Comment

Previous Post Next Post