কুলাউড়ায় নির্বাচিত নারী প্রতিনিধিদের ভূমিকা ও কার্যকর শীর্ষক কর্মশালা

কুলাউড়ায় নির্বাচিত নারী প্রতিনিধিদের ভূমিকা ও কার্যকর শীর্ষক কর্মশালা
এম শাহবান রশীদ চৌধুরী: কুলাউড়া উপজেলায় স্থানীয় সরকার আইন ও পরিপত্র সমূহের আলোকে নারী জনপ্রতিনিধিদের ভূমিকা ও কার্যকর বিষয়ে বিভিন্ন ইস্যু নিয়ে স্থানীয় সরকার এসোসিয়েশনের সাথে বৃহস্পতিবার(২৯অক্টোবর)এক কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নারী উন্নয়ন ফোরাম এর আয়োজনে ও ‘অপরাজিতা’ নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্প প্রিপট্রাস্ট এর বাস্তবায়নে উপজেলা পরিষদ সভাকক্ষে কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা নারী ফোরামের সভাপতি প্যানেল চেয়ারম্যান নারী নেত্রী নেহার বেগম ও উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ। আলোচনায় অংশ নেন জয়পাশা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও কুলাউড়া প্রেসক্লাব সাধারন সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখ্শ, সাপ্তাহিক সীমান্ত ডাক পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি মোঃ রফিকুল ইসলাম টিপু, পৌর কাউন্সিল কাওছার আরিফ, সাংবাদিক আব্দুল মোক্তাদির ও নাজমুল হোসেন, সিলেট বিভাগীয় নারী উন্নয়ন ফোরামের সভাপতি ইউপি সদস্যা শিল্পী বেগম, কুলাউড়া উপজেলা নারী উন্নয়ন ফোরামের সাধারন সম্পাদক ইউপি সদস্যা নাজনীন আক্তার সেবী, কুলাউড়া পৌরসভার মহিলা কাউন্সিলর রাজিয়া সুলতানা, ইউপি সদস্যা সুতিনা বেগম, রানু বেগম, মিসেস পার্বতী ভর, গুলবাহার বেগম প্রমুখ। কর্মশালায় স্থানীয় সরকার সংক্রান্ত বিদ্যমান আইন সংশোধন, নির্বাচিত নারীদের ক্ষমতায়ন, বাল্যবিবাহ ও নারী নির্যাতন রোধ, উন্নয়ন পরিকল্পনা ও বাজেট, জেন্ডার সমতাসহ সকল ধরনের সুযোগ সুবিধা প্রদানের দাবি নিয়ে আলোচনা করা হয়। কর্মশালায় নির্বাচিত নারী প্রতিনিধিরা পুরুষতান্ত্রিক সমাজে নারীদের জেন্ডার সমতা নিশ্চিত করা, উপজেলা পরিষদে যাতায়াতের ভাতা না পাওয়া, বসার মতো নির্ধারিত স্থান না থাকা, এলজিএসপিসহ বিভিন্ন প্রকল্প কাজে নারী প্রতিনিধিদের এক তৃতীয়াংশ কাজের সুযোগ না দেয়া, ইউনিয়ন পরিষদের বিভিন্ন কমিটির কার্যক্রমে স্বচ্ছতা না থাকা এসব বিভিন্ন সমস্যা সমাধানকল্পে স্থানীয় সরকারে নারীর অংশগ্রহণ নিশ্চিত করার দাবী জানান ।

Post a Comment

Previous Post Next Post