মিনায় ৪১ বাংলাদেশি হাজি নিহত নিখোঁজ ১৪৮

মিনায় ৪১ বাংলাদেশি হাজি নিহত নিখোঁজ ১৪৮
নিউজ ডেস্কঃ সৌদি আরবের মিনায় পদদলিত হয়ে ৪১ জন বাংলাদেশি হাজি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল শহীদুল করিম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ৪১ জন নিহত হওয়ার পাশাপাশি এখনও ১৪৮ জন বাংলাদেশি হাজি নিখোঁজ রয়েছেন। এছাড়া মক্কার বিভিন্ন হাসপাতালে আহত ৬১ জন বাংলাদেশি হাজি এখন চিকিৎসা নিচ্ছেন। নিখোঁজ হাজিদের ব্যাপারে তিনি বলেন, বিভিন্ন মাধ্যমে পাওয়া তথ্য ও স্বজনদের অভিযোগের ভিত্তিতে আমরা এই তালিকা প্রস্তুত করেছি। এটা ‘ভেরিফাইড’ না। এ পর্যন্ত কতজনের মরদেহ হস্তান্তর বা দাফন করা হয়েছে, এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অনেকেই আমাদের না জানিয়ে নিহত স্বজনের মরদেহ দাফন করে ফেলেছেন। এ কারণে সঠিক তথ্যটা আমাদের কাছে নেই।  গত ২৪ সেপ্টেম্বর স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে মিনার বড় জামারাতে শয়তান স্তম্ভে পাথর ছোড়ার সময় পদদলিতের ঘটনা ঘটে। এ ঘটনায় ৭ শতাধিক হাজির মৃত্যু হয়। এছাড়া আহত হন আরও ৯ শতাধিক।

Post a Comment

Previous Post Next Post