রাজন হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু

রাজন হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু
রাজন হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু
অনলাইন ডেস্কঃ সিলেটে আলোচিত শিশু সামিউল আলম রাজন হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে বৃহস্পতিবার। সকাল ১০টায় সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক আকবর হোসেন মৃধার আদালতে এ সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। এদিন রাজনের মা লুবনা বেগম, বাবা শেখ আজিজুল আলম ও প্রথম মামলার বাদি সাময়িক বরখাস্ত হওয়া জালালাবাদ থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলামের সাক্ষ্য নেয়া হচ্ছে। সাক্ষ্য গ্রহণের সময় বাদিপক্ষে অ্যাডভোকেট এমাদ উল্লাহ শাহীন ও অ্যাডভোকেট শওকত চৌধুরী এবং রাষ্ট্রপক্ষে অ্যাডভোকেট মফুর আলী ও ইশতিয়াক আহমদ চৌধুরীর উপস্থিত আছেন। গত ৮ জুলাই সিলেট নগরীর কুমারগাঁওয়ে শিশু সামিউল আলম রাজনকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনার ভিডিওচিত্র ছড়িয়ে পড়লে দেশ-বিদেশে ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। এ ঘটনার পর মূল আসামি কামরুল সৌদি আবরে পালিয়ে যান।

Post a Comment

Previous Post Next Post