 |
কুলাউড়ায় ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহের উদ্বোধন
|
নিউজ ডেস্কঃ ৯ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১১ টায় কুলাউড়া উপজেলা জনমিলন কেন্দ্রে উপজেলা প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস), গ্রামীণফোন এবং সরকারের আইসিটি বিভাগ এর সহযোগিতায় ২দিন ব্যাপী ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ এর শুভ উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মতিন । উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহিদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ আলমগীর হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আনোয়ার, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ সাইফুল ইসলাম, আলী আমজদ উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল কাদির, নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমির হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াসমিন, সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমাযুন কবির, রাবেয়া সরকারী প্রাইমারী বিদ্যালয়ের প্রধানশিক্ষক আব্দুস ছালাম প্রমুখ। অনুষ্ঠানে কুলাউড়া উপজেলার ১৩টি ইউনিয়ন, ১টি পৌরসভা, সরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠাসসহ প্রায় ২২টি ডিজিটাল সেন্টার স্টল মেলায় অংশগ্রহণ করে। উদ্বোধনী আলোচনা সভার পূর্বে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, বেসরকারী প্রতিস্টান, অনলাইন ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, স্কুল ছাত্র-ছাত্রীদের নিয়ে তথ্যপ্রযুক্তির সেবা মানুষের দোরগোড়ায় পৌঁঁছে দিতে সচেতনতা মুলক এক র্যালী উপজেলার শহর প্রদক্ষিণ করে ।
