ফলোআপ-কুলাউড়ার বিশ্ববিদ্যালয় ছাত্রী নুসরাত অপহরণের নেপথ্যে….

ফলোআপ-কুলাউড়ার বিশ্ববিদ্যালয় ছাত্রী নুসরাত অপহরণের নেপথ্যে….
ফলোআপ-কুলাউড়ার বিশ্ববিদ্যালয় ছাত্রী নুসরাত অপহরণের নেপথ্যে….
নিউজ ডেস্কঃ দীর্ঘ প্রেমের সম্পর্কের একপর্যায়ে কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের রাজনগর গ্রামের মৃত আব্দুর রহিমের মেয়ে ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষের ছাত্রী নুসরাত শারমিন বিয়ে করেন মৌলভীবার সদর উপজেলার জগতপুর গ্রামের রুকুনুজ্জামান খাঁনকে। বিষয়টি জানাজানির পর নুসরাতের পরিবার মেনে নিতে পারেনি। এই সম্পর্কের টানাপোড়েনের ঘটনার ধারাবাহিকতায় সিলেট বিমানবন্দর থানা মামলা করে রোকনুজ্জামানকে আসামী করে নুসরাত। অপর দিকে মৌলভীবাজার মডেল থানায় ৬ জনকে আসামী করে মামলা করেন রোকনুজ্জামান। এর মধ্যে ২৮ আগষ্ট নুসরাত শারমিন এফিডেভিটের মাধ্যমে ডিভোর্স দেয় স্বামী রুকনুজ্জান খানকে। ৭ সোমবার সেপ্টেম্বর মৌলভীবাজার মডেল থানার মামলায় তদন্তকারী কর্মকর্তা এসআই সিরাজুল ইসলাম জিজ্ঞাসাবদের জন্য ডাকলে নুসরাত শারমিন, তার চাচা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আব্দুস সোবহান ও আরেক চাচা মাহমুদুল হাসান থানায় উপস্থিত হন। জিজ্ঞাসাবাদ শেষে থানা থেকে সিলেট ফেরার পথে সোমবার সন্ধ্যা পৌনে সাতটায় মৌলভীবাজার-কুলাউড়া সড়কের আশ্রাকাপন (লঙ্গুরপুল) এলাকায় পৌছালে স্বামী রুকনুজ্জামান ও তার সঙ্গীরা ২টি প্রাইভেট কার নিয়ে তাদের গতিরোধ করে এবং নুসরাতকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। এ সময় বাধা দিতে গিয়ে নুসরাতের চাচা শাবি এর অধ্যাপক ড. আব্দুস সুবহান, মাহমুদুল হাসান ও তাদের গাড়িচালক আহত হন। ঘটনার পরপর চাচা মাহমুদল হাসান রাজনগর থানায় অভিযোগ করলে রাজনগর থানার অফিসার ইনচার্জ মোঃ শামছুদ্দোহা পিপিএম ও এসআই হিল্লোল রায়ের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে ৮ সেপ্টেম্বর মঙ্গলবার ভোরে রাজনগর উপজেলার পাঁচগাও ইউনিয়নের দুগাও গ্রামের সাজিদ মিয়ার বাড়ি থেকে নুসরাতকে উদ্ধার করে। এসময় পুলিশ অপহরণকারী নুসরাতের স্বামী রুকনুজ্জান (২৮), দুগাঁও গ্রামের জুবেল আহমদ রাসেল (২৮), খারপাড়া গ্রামের শাহান আহমদ (২৪), মনসুরনগর ইউনিয়নের মধিপুর গ্রামের নূর আলী (২৩), শহিদুল ইসলাম (২৪) কে আটক করে। আটককৃতদের মঙ্গলবার বিকালে পুলিশ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে। এঘটনায় নুছরাতের চাচা মাহমুদুল হাসান বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে থানায় মামলা (৫, ৭/৯১৫) করেছেন। রাজনগর থানার অফিসার ইনচার্জ মোঃ শামছুদ্দোহা পিপিএম জানান, তাদের ভালবেসে বিয়ে করাকে পরিবার মেনে নেয়নি। এনিয়ে উভয় পরিবারের মধ্যে বিরোধ চলছিলো। আর এ ঘটনাকে কেন্দ্র করে নুসরাতকে অপহরণ করা হয়েছে। তবে অপহৃতাকে উদ্ধার এবং স্বামীসহ ৫ অপহরণকারীকে আটক করা হয়েছে। বাকি আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Post a Comment

Previous Post Next Post