কুলাউড়ায় নাসির বিড়িসহ প্রাইভেটকার জব্দ

কুলাউড়ায় নাসির বিড়িসহ প্রাইভেটকার জব্দ
এম. মছব্বির আলী : কুলাউড়া উপজেলায় ভারতীয় নাসির বিড়িসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। ৭ সেপ্টেম্বর সোমবার রাত সাড়ে ১১টার দিকে শরিফপুর ইউনিয়নের মানগাঁও এলাকা থেকে এগুলো আটক ও জব্দ করা হয়। ৪৬ বিজিবি চাতলাপুর কোম্পানি কমান্ডার হযরত আলী জানান, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মানগাঁও এলাকায় অভিযান চালিয়ে রাস্তার পাশ থেকে একটি প্রাইভেটকারের ভেতর থেকে ১ লাখ ৫৩ হাজার ভারতীয় নাসির বিড়ি জব্দ করা হয়। যার আনমানিক বাজার মূল্য সাড়ে ৪ লাখ টাকা। এসময় প্রাইভেটকারে থাকা লোকজন পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

Post a Comment

Previous Post Next Post