হ্যাপীকাণ্ডে অভিযুক্ত শাহাদাতের আমলনামা

হ্যাপীকাণ্ডে অভিযুক্ত শাহাদাতের আমলনামা
স্পোর্টস ডেস্কঃ এই মাসের শেষে ২টি টেস্ট ম্যাচ খেলতে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। টানা ৩ সিরিজ জিতে বাংলাদেশ ক্রিকেট দলকে যখন বিশ্ব মিডিয়া মাথায় তুলে রেখেছে ঠিক তখনই বাংলাদেশের পেসার শাহাদাত হোসেন ও তার স্ত্রীর বিরুদ্ধে কাজের গৃহকর্মী পেটানোর অভিযোগে বাংলাদেশের ক্রিকেট এখন বিশ্ব মিডিয়ায় কাঠগরায়। ১১ বছরের কাজের মেয়ে হ্যাপীকে পিটিয়ে শাহাদাত এখন ক্রিকেটার থেকে ফেরারী আসামী। দিন যত যাচ্ছে শাহাদাতকে নিয়ে আরও নানা রকম চাঞ্চল্যকর তথ্য চলে আসছে সামনে। গৃহকর্মী পেটানো ছাড়াও আরও কি কি ঘটিয়েছেন তিনি তেমনই কিছু অভিযোগ  পাঠকদের জন্য তুলে ধরা হল।
  • হাঁটুর অস্ত্রোপচারের জন্য কিছুদিন আগে অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন শাহাদাত। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ১৫ লাখ টাকা খরচ করে মেলবোর্নের বিশেষজ্ঞ চিকিৎসক ডেভিড ইয়াংকে দিয়ে তার হাঁটুর চিকিৎসা করায়। কিন্তু সেখানেও কম কেলেঙ্কারি করেননি জাতীয় দলের এ পেসার। বিসিবির বিভিন্ন সূত্র বিভিন্ন সংবাদ মাধ্যমকে জানান, মেলবোর্নে থেকেও ২বার চিকিৎসকের তারিখ মিস করেন শাহাদাত। প্রচন্ড ব্যস্ত চিকিৎসক ইয়ংয়ের ফোন পর্যন্ত ধরেননি তিনি। শেষে ঢাকায় মাশরাফি বিন মুর্তজার সঙ্গে ফোনে যোগাযোগ করেন ইয়াং। মাশরাফিকে তিনি জানান, পরের তারিখ ফেল করলে শাহাদাতের হাঁটুর অস্ত্রোপচার করা সম্ভব হবে না। মাশরাফি ঢাকা থেকে যোগাযোগ করে তৃতীয় তারিখে ইয়াংয়ের চেম্বারে পাঠান শাহাদাতকে।
  • চিকিৎসা শেষ করে কয়েকদিন পর ঢাকায় ফিরে আসার কথা থাকায় বিসিবি সেভাবে বিমানের টিকিট করে দেয়। কিন্তু নির্ধারিত তারিখের ২ দিন চলে গেলেও শাহাদাত ঢাকায় ফেরেননি। বিসিবি থেকে শাহাদাতের সঙ্গে যোগাযোগ করে জানতে পারে, দেশে ফেরার তারিখ ভুলে গেছেন তিনি! বিসিবি পরে বাড়তি টাকা দিয়ে তার দেশে ফেরার টিকিট হালনাগাদ করে দেয়।
  • চিকিৎসকের নির্দেশনা মেনে নিয়মমতো পুনর্বাসন করার কথা থাকলেও শাহাদাত তা করেননি বলে জানান বিসিবি ফিজিও এবং ট্রেইনাররা। শাহাদাতের ওপর তারা খুব বিরক্ত ছিলেন। নাম গোপন রাখার শর্তে একজন ট্রেনার দেশের অন্যতম এক সংবাদপত্রের সাংবাদিককে বলেন, ‘বিসিবির চাকরি করি তাই তাকে ট্রেনিং করাতে বাধ্য হই। সে যা করে তা সহ্য করার মতো নয়।’
  • মাঠের কর্মচারীদের সঙ্গে খারাপ ব্যবহার করা থেকে শুরু করে সববিষয়ে উচ্ছৃঙ্খল শাহাদাত ফিজিও-ট্রেইনারদের সঙ্গেও খারাপ ব্যবহার করতেন। সাবেক কর্মকর্তাদের কারোও মুখে তার সম্পর্কে ভাল কথা শোনা যায়নি। সাবেক বিসিবি ম্যানেজার তানজিম আহসান সাদ শাহাদাত প্রসঙ্গে জানালেন, শাহাদাতের মধ্যে শৃংখলা থাকলে অনেক উন্নতি করতে পারতেন তিনি। সে চিল্লাচিল্লিটা বেশি করত। কিন্তু কারও সঙ্গে খারাপ ব্যবহার করতে দেখিনি। তবে শৃঙ্খলা থাকলে সে জাতীয় দলে ভালোমতো খেলত। খেলার ব্যাপারে অন্তত সে গোছানো হলে জীবনে উন্নতি করতে পারত।’
  • সর্বশেষ ইনজুরির কারণে কিছুদিন মাঠের বাইরে থাকলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং নিজ প্রচেষ্টায় চলছিল মাঠে ফেরার সংগ্রাম। ক্যারিয়ারের এমন সময়ে এসে হ্যাপী কান্ডে চরম বিপর্যয়ে পড়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার শাহাদাত হোসেন। রাজধানীর মিরপুরের কালশী এলাকায় শাহাদাত ও তার স্ত্রীর বিরুদ্ধে মাহফুজা আক্তার হ্যাপী (১১) নামে এক গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে মামলা করেছেন সাংবাদিক খন্দকার মোজ্জাম্মেল হক। এই মামলায় শাহাদাত এবং তার স্ত্রী ২ জনকে ধরতে পুলিশের অভিযান চলছে। শাহাদাতের বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের অভিযোগ এবারই প্রথম নয়। এর আগেও এই গৃহকর্মীকেই নির্যাতনের অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। বিষয়টি তখন থানা পর্যন্তও গড়িয়েছিল।
রাজধানীর পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাদন ফকির এই প্রসঙ্গে বলেন, ‘৩ থেকে ৪ মাস আগে শাহাদাত হোসেনের বাসায় শিশুকর্মী নির্যাতনের খবর পাই আমরা। সেই সংবাদের ভিত্তিতে ওই বাসায় থাকা গৃহকর্মী হ্যাপিকে পল্লবী থানায় নিয়ে আসা হয়। শিশুটি জানায়, সেখানে তাকে ভাত খেতে দেয়া হতো না এবং বিভিন্ন রকম নির্যাতন চালানো হতো, পরে শিশুটির অভিভাবক হিসেবে তার মামাকে খবর দেয়া হয়। তিনি এলে আমরা তাকে বলি, আপনি অভিযোগ করবেন কি না? আপনি অভিযোগ করলে আমরা ঘটনা তদন্ত করে দেখব। কিন্তু তিনি কোনো অভিযোগ দায়ের করবেন না বলে জানান এবং মেয়েটিকে নিজের জিম্মায় নিয়ে চলে যান। বলে যান যে, ওই বাসায় আর কাজে পাঠাবেন না। কিন্তু পরে কেন আবার মেয়েটিকে ওই বাসায় কাজে পাঠানো হলো, সেটা বলতে পারব না।’

Post a Comment

Previous Post Next Post