১০ সেপ্টেম্বর বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজ সেবক ৪ নং সেক্টোরের (মৌলভীবাজার,কুলাউড়া তথা বৃহত্তর সিলেট) মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বীরমুক্তিযোদ্ধা মরহুম আক্তার আলী চৌধুরী আত্তর এর ১২ তম মৃত্যু বার্ষিকী। নিউজ পোর্টাল "প্রিয় কুলাউড়া" পরিবারের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা ও উনার রুহের মাগফিফাত কামনা করা করছি।