| কুলাউড়ায় সাংবাদিক সমিতির নেতৃবৃন্দের সাথে প্রবাসী সাংবাদিক মতিউর রহমানের মতবিনিময় |
মাহফুজ শাকিল: বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া উপজেলা ইউনিটের নেতৃবৃন্দের সাথে লন্ডন বাংলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান চৌধুরী’র এক মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় সাপ্তাহিক সীমান্তের ডাকের কার্যালয়ে মতবিনিময় সভায় সাংবাদিক সমিতির নির্বাহী সদস্য মো. মোক্তাদির হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নাজমুল ইসলামের পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, সীমান্তের ডাকের সম্পাদক মন্ডলীর ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম টিপু, সাপ্তাহিক কুলাউড়ার সংলাপ পত্রিকার সম্পাদক ও প্রকাশক প্রভাষক সিপার উদ্দিন আহমদ, সীমান্তের ডাকের ভারপ্রাপ্ত সম্পাদক সঞ্জয় দেবনাথ, সাংবাদিক সমিতির সহ-সম্পাদক শরীফ আহমদ, সাংগঠনিক সম্পাদক মো. জসিম চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন বরমচাল স্কুল এন্ড কলেজের প্রভাষক সিএম জয়নাল আবেদীন, টাউন ক্লাবের সাধারণ সম্পাদক নাসির জামান খান জাকি, কামরাঙ্গা সম্পাদক কামরুল ইসলাম, সাংবাদিক সমিতির কোষাধ্যক্ষ দৈনিক কাজির বাজার প্রতিনিধি শাহ আলম শামীম, সীমান্তের ডাকের চীফ রিপোর্টার এস আলম সুমন, সাংবাদিক সমিতির তথ্য ও প্রযুক্তি সম্পাদক দৈনিক সকালের খবর প্রতিনিধি সাইদুল হাসান শিপন, নির্বাহী সদস্য সুমন আহমদ, প্রিয় কুলাউড়ার সম্পাদক এ কে এম জাবের, সদস্য নাজমুল বারী সোহেল, মানবঠিকানার স্টাফ রিপোর্টার সাংবাদিক সমিতির সদস্য মাহফুজ শাকিল, ব্যবসায়ী শামীম আহমদ, সমাজসেবক জাকির হোসেন প্রমুখ। মতবিনিময় শেষে বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া উপজেলা ইউনিটের পক্ষ থেকে মতিউর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক তুলে দেন উপস্থিত সকল অতিথিবৃন্দসহ সাংবাদিক সমিতির নেতৃবৃন্দরা।