জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্টান "ইত্যাদি" প্রাচারিত হবে আজ

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্টান "ইত্যাদি" প্রাচারিত হবে আজ
বিনোদন ডেস্কঃ আজ প্রচার হবে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান 'ইত্যাদি'র নতুন পর্ব। এবারের পর্বটি ধারণ করা হয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত শিলাইদহ কুঠিবাড়ীতে। শেকড়সন্ধানী ইত্যাদিতে সব সময়ই দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রচারবিমুখ, জনকল্যাণে নিয়োজিত মানুষদের খুঁজে এনে তাদের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরা হয়। এবারের পর্বেও রয়েছে তেমনি কয়েকটি হৃদয়ছোঁয়া প্রতিবেদন। রয়েছে কুষ্টিয়ার অনুষ্ঠানস্থল কুঠিবাড়ী এবং বাউলকুল শিরোমণি ফকির লালন সাঁইজীর জীবন ও দর্শনের ওপর দুটি তথ্যবহুল প্রতিবেদন। রয়েছে বগুড়ার একটি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক এস এম ইকবালের পাখিপ্রেমের ওপর একটি সচেতনতামূলক প্রতিবেদন। রয়েছে ফেসবুকের মাধ্যমে নাগরিক সেবা প্রদানের ক্ষেত্রে অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী কুষ্টিয়া জেলা প্রশাসনের ফেসবুক পেজের ওপর আর একটি সচেতনতামূলক প্রতিবেদন। এ ছাড়া দীর্ঘদিন পর দর্শকদের অনুরোধে আবারও ইত্যাদিতে বিদেশি প্রতিবেদন দেখা যাবে। এবারের বিদেশি প্রতিবেদন করা হয়েছে সুইজারল্যান্ডে। এবারের ইত্যাদিতে গান রয়েছে একটি। ফকির লালন সাঁইজীর তিনটি গানের অংশবিশেষ নিয়ে গানটি তৈরি করা হয়েছে। দর্শক পর্বের নিয়ম অনুযায়ী যেই স্থানে ইত্যাদি ধারণ করা হয় সেই স্থানকে ঘিরে দর্শকদের বিভিন্ন প্রশ্ন করা হয়। নির্বাচিত দর্শকদের সঙ্গে দ্বিতীয় পর্বে অংশগ্রহণ করেছেন বিশিষ্ট নাট্যকার মাসুম রেজা, জনপ্রিয় অভিনেতা ও পরিচালক সালাউদ্দিন লাভলু এবং এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী আলভী। যাদের সবার বাড়িই এই কুষ্টিয়ায়। এত আয়োজনের পাশাপাশি নিয়মিত পর্ব হিসেবে এবারও রয়েছে যথারীতি মামা-ভাগ্নে, নানী-নাতি ও চিঠিপত্র বিভাগ। রয়েছে বিভিন্ন বিষয়ের ওপর নাট্যাংশ। হানিফ সংকেতের রচনা, পরিচালনা ও উপস্থাপনায় ইত্যাদি প্রচার হবে আজ রাত ৮টার বাংলা সংবাদের পর বিটিভিতে।

Post a Comment

Previous Post Next Post