জিয়ার সমাধিতে খালেদার শ্রদ্ধা, ঘুরে দাঁড়ানোর প্রত্যয়

জিয়ার সমাধিতে খালেদার শ্রদ্ধা, ঘুরে দাঁড়ানোর প্রত্যয়
নিউজ ডেস্কঃ বিএনপির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার সকাল ১১টা ১৫ মিনিটে রাজধানীর শেরে বাংলা নগরে চন্দ্রিমা উদ্যানে জিয়ার সমাধিতে পৌঁছান দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বেগম জিয়া। সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি। এ সময় দলের শীর্ষ নেতারাসহ বিপুল সংখ্যক নেতাকর্মী তার সাথে উপস্থিত ছিলেন। পরে দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য কাজ করে যাচ্ছে বিএনপি। 
 
ক্রান্তিকাল অতিক্রম করছে দলটিঃ ভাঙাগড়া আর উত্থান-পতনের মধ্য দিয়ে প্রতিষ্ঠার ৩৬ বছর পার করলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। পর পর দুই দফায় আন্দোলনে ব্যর্থতার হতাশা, সেইসাথে মামলা ও গ্রেপ্তার-আতঙ্ক নিয়ে বর্তমানে কঠিন সংকটময় সময় পার করছে দলটি। অভ্যন্তরীণ কোন্দলসহ নানামুখী চাপে কোণঠাসা হয়ে মাঠের রাজনীতি থেকে ছিটকে পড়ে চার দেয়ালেই যেন বন্দী হয়ে গেছে দলের কর্মকাণ্ড। ৭৫-এর পট পরিবর্তনের পর শাসন ব্যবস্থাকে বেসামরিক করতে ১৯৭৭ সালে প্রথমে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল-জাগদল, এরপর ১৯৭৮ সালের পহেলা সেপ্টেম্বর জাতীয়তাবাদী দল-বিএনপি গঠন করেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ১৯৮১ সালে ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জিয়াউর রহমানের মৃত্যু ও ১৯৮২ সালে রাষ্ট্রপতি আব্দুস সাত্তারকে হটিয়ে তৎকালীন সেনাপ্রধান হুসেইন মুহম্মদ এরশাদের ক্ষমতা দখলে হোঁচট খায় বিএনপি। স্বৈরাচার-বিরোধী আন্দোলনে আবারো সংগঠিত হয়ে তিন বার সরকার গঠন করলেও ওয়ান ইলেভেনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় এই দল। এরই ধারাবাহিকতায় গত বছরের ৫ই জানুয়ারির নির্বাচনের আগে ও এ বছরের শুরুতে দু'দফায় আন্দোলনে নেমেও দাবি আদায় করতে পারেনি বিএনপি। দলের শীর্ষনেতা ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাংগঠনিক দুর্বলতাসহ নানা কারণে বর্তমানে সবচে নাজুক অবস্থায় রয়েছে দলটি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহ বলেন, 'শুধু বিএনপি কেন অন্য যে কোন দলের প্রতি যদি এমন আচরণ করা হতো তাদের অবস্থাও নাজুক হতে বাধ্য।' রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন বলেন, বর্তমানে তাদের কর্মসূচী কিন্তু দৃশ্যমান নয়। বিবৃতি সর্বস্ব হয়ে একটি দল কিন্তু টিকতে পারে না। এ অবস্থায় দলগুছিয়ে সাংগঠনিক শক্তি জোরদার করে ঘুরে দাঁড়াতে চায় বিএনপি। নীতিনির্ধারণী পর্যায়ে নেতৃত্বে পরিবর্তনেরও আভাস দিলেন এই নেতা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহ বলেন, আমাদের দলকে সংগঠিত করার কার্যক্রম শুরু হয়ে গেছে। এত হয়তো দেখা যাবে নিষ্ক্রিয় অনেক নেতা বাদ পড়বেন। এদিকে, সুসংহত নেতৃত্বের মাধ্যমে জনসম্পৃক্ততা বাড়ানো ছাড়া এই মুহূর্তে কোনো উদ্যোগই কাজে আসবে না বলে মন্তব্য রাষ্ট্রবিজ্ঞানী এমাজউদ্দিন আহমেদ। দলীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদির বাইরে এসে সাধারণ মানুষের জীবনঘনিষ্ঠ ইস্যুভিত্তিক আন্দোলনই বিএনপিকে সংকটমুক্ত করতে পারে বলেও মনে করেন প্রবীণ এই রাষ্ট্রবিজ্ঞানী।

Post a Comment

Previous Post Next Post